চলুন বাংলা টাইপ শিখি (যারা টাইপ পারেন না) শুধুমাত্র তাদের জন্য (1ম পর্ব থেকে শেষ)

আসসালামু আলাইকুম।

আমি সাইদ খোকন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার টিউনটি পড়ার জন্য। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন? আমিও ভাল আছি। আপনাদের দোয়ায়।

আমি একজন কম্পিউটার অপারেটর। আমি জানি যে বর্তমান জীবনে Technology (তথ্য প্রযুক্তি) ছাড়া চলা অসম্ভব। আর এই তথ্য প্রযুক্তিভিত্তিক জগতে প্রবেশ করতে গেলে আপনাকে প্রয়োজন ন্যূনতম কিছু জ্ঞান। যেমন- কম্পিউটার সম্বন্ধে সাধারণ ধারনা, Internet সম্পর্কে কিছু জ্ঞান। তাহলেই ব্যস আপনি তথ্য প্রযুক্তি সান্নিধ্যে যেতে পারবেন। কিন্তু আমরা অনেকে ভুলে যায় যে, সবকিছু থাকলেও আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জ্ঞান প্রয়োজন আর সেটা হল- Type বা কম্পিউটারে লিখার কৌশল। Type সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত।

আমরা সবাই কিন্তু কম্পিউটারে এ হালকা পাতলা English এ করতে জানলেও বাংলায় টাইপ করতে জানি না।

তাহলে (বাংলা টাইপ) বা (ইংলিশ টাইপ) কোথায় Perfect বা (পূর্ণাঙ্গভাবে) শিখতে পারবো। সবাই জানে বেশ কিছু সংস্থা বাংলাদেশে আছে যারা Office Management কোর্স করায় এবং তার জন্য আমাদের বেশ মোটা অংকের টাকা গুণতে হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে সময় দিতে হয় অনেক দিন।

আমরা যারা মধ্যবর্তী পরিবারের ছেলেপোলে বা মানুষ তারা অনেক সময় এই কোর্সটি করতে পারিনা। যার জন্য অন্যান্য কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ে। কম্পিউটারে কোন প্রকার Job বা চাকুরি আবেদন করতে গেলে Office Management কোর্স এর প্রয়োজন পড়ে। টাইপ শিখার গুরুত্ব কতটুকু আপনারা যারা টেকটিউনে এসেছেন তারা হয়ত সবাই জানেন কমবেশি।

আমার নতুন করে কিছু বলার নেই। আমি আজ কোন কিছুই আপনাদের শিখাব না। কোন ভিডিও টিউটোরিয়াল দেব না। আমি শুধু আপনাদের কাছে অনুমতি চাইছি যে আমি এই উদ্যোগ শুরু করব কিনা। আমার এই উদ্যোগ এর পিছনে কারণ হলো আমি আপনাদের সাথে আমার দক্ষতা প্রকাশ করলে আমারও কিছু শেখা হবে বা আমার ভুল ত্রুটি সামনে আসবে আমার দক্ষতা বৃদ্ধি হবে মনে করি। তাই আমার এই পদক্ষেপ।

যদি মনে করেন যে, এই ধরনের একটি চেইন টিউন দিলে ভাল হবে তাহলে আমি আমার বানানো ভিডিও টিউটোরিয়াল গুলো আপনাদের সাথে শেয়ার করব। যা দেখে আপনার পূর্ণাঙ্গ বাংলা ও ইংলিশ টাইপ শিখতে পারবেন। কোন প্রকার অর্থ ব্যয় করা ছাড়া (শুধু মাত্র ইন্টারনেট বিল ব্যতীত) অন্য কোন খরচ নেই। আর আমরা যারা টিটিতে আসি তারা মনে হয় না টাকা দিয়ে কিছু পাওয়ার জন্য আসি। টিটির সবগুলো গুণ থেকে এটি হচ্ছে সবচেয়ে বড় গুণ।

যা যা থাকছে ভিডিওতে:

1. Microsoft Word Document 2003

or

2. Microsoft Word Document 2007

আপনারা টিউমেন্টে জানাবেন আপনারা কোনটি জানতে চান 2003 or 2007। যেটার নাম টিউমেন্টে বেশি হবে সেটা নিয়ে আমি টিউটোরিয়াল দিব। আমি কোন টিচার বা কোন বড় কিছু না আমি শুধু মাত্র মনে করি যে জ্ঞান বিতরণে বাড়ে।

এখন শুধু আপনাদের উত্তরের আশায় আছি। আর কোন প্রকার জিজ্ঞাসা থাকলে

আমি আছি ফেসবুকে

আমার একটি পেইজ আছে মন চাইলে দেখতে পারেন। আমার পেইজ

Level 0

আমি পরশ পাথর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্নশাল্লাহ আপনার মত আর 99 জন হলে মোট 100 জনকে নিয়ে আমি শুরু করব। দোয়া করবেন আমার জন্য।

english valo pari but bangla pari na , tai TT ta post kora hoy na . amr english blog http://www.price2bd.com j khan a sob english a type korta hoy . joto tara tari paren suru koren

apnake onek ovinondon , micosoft office 2007 er upor tutorial korle amra onek upokrito hobo. karon ms office 2003 ektu besi purono hoye jae . asha korchi apni Ms office 2007(word,excel,access,powerpoint)+typing er upor sompurno tutorial amdr diben . toooo deri kno suru kore din amra opekhhae achi , shuvokamona roilo.

English ta motamuti jani but bangla bijoy ta janar dorkar & 2007 office.

english ta muta muti pari vai bangla ta den

ইনশাল্লাহ আপনাদের মত আর কয়েকজন পাইলেই শুরু করব। দোয়া করবেন।

টাইপিং নিয়ে বাংলা টিউটোরিয়াল চাই

Vi…. Ami 2007 sikte chai…….plz vi apni 2007 sikhan.

ইনশাল্লাহ

Level 0

খুব ভাল চালিয়ে যান http://techsmn.com