Ms. Word এ টাইপ করুন যাবতীয় গানিতিক সূত্র [e.g. x2+y2]

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

প্রিয় টেকটিউনার্স মহান আল্লাহ পাকের অশেষ রহমতেই আমরা সুস্থ্য রয়েছি। Ms. Word একটি প্রয়োজনীয় সফটওয়্যার যা আমাদের সবসময় কাজে আসে। আমাদের দেশে কম্পিউটার শিখার হাতেখড়িও এটি দিয়েই হয়। এতে বেশ কিছু মজার অপশন আছে সেগুলো হয়ত সবাই নাও জানতে পারেন। তার মধ্যে একটি হলো Equation। বিশেষ করেন নবম-দশমের গনিত প্রশ্ন তৈরি করা নিয়ে খুব ঝামেলা করতে হয়। আমিও যখন Equation এর ব্যবহার জানতাম না তখন Italic করে নিতাম পরে স্কয়ার দিতে Superscript করতাম। আবার অনেক সময় কোন কম্পিউটারের দোকানে গেলে দেখা যায় তারাও এভাবেই করে।

Ms. Word 2003

2003 এ Equation সেট করার জন্য ইনসার্ট মেনু থেকে Microsoft equation 3.0 ইনস্টল করে নিতে হবে।

যদি ইনস্টলে সমস্যা করে তবে Ms. Word 2003 এর সিডি ইনসার্ট করে চেষ্টা করুন।

Ms. Word 2007 above

2007 থেকে উপরের ভার্সনগুলোতে আর ইনস্টল এর ঝামেলা নেই। ইনসার্ট ট্যাবে গেলেই ডান পার্শে দেখা পাবেন ইকুয়েশনের।

ক্লিক করে করে জায়গামত কোটগুলো ব্যবহার করুন।

Word 2007 to above ভার্সনগুলোর জন্য চমৎকার একটি Mathematical Add-in আছে।

এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পাবেরন।

ইনস্টল করে একবার Ms. Word টি রিস্টার্ট করুন। দেখবেন নুতন একটা ট্যাব যুক্ত হয়েছে।

অনেকের রিকুয়েস্টে Equation এর উপরে একটা ভিডিও তৈরি করেছি। যদি কারো বিষয়টা ভালভাবে বুঝে না আসে তাহলে ভিডিওটা একবার দেখুন সব ক্লিয়ার হয়ে যাবে।

Footnote এবং Endnote উপরে একটি ভিডিও টিউট আছে এখান থেকে দেখতে পারবেন।

আগাম ঈদের সুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। This is my blog you can visit

Level 0

আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

equation koi?