মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ বাংলা টিউটোরিয়াল – সম্পূর্ণ কোর্স একটি টিউনেই

আপনাদের সামনে নিয়ে এলাম একটি পরিপূর্ণ টিউটোরিয়ালের সিরিজ । মাত্র একটি টিউনেই আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ শিখতে পারবেন । আপনার জানেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার । যে কোনো কাজে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অপরিহার্য । এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ হল অফিস প্যাকেজের চুরান্ত ভারসন অর্থাৎ সর্বশেষ ভার্সন ।

 

এই কোর্সটি সম্পূর্ণ ধারাবাহিক ভাবে করা হয়েছে । কোনো রকম স্টেপ জাম্প করা হয়নি । যারা নতুন কম্পিউটার শিখছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারী কোর্স । এমনকি যারা কম্পিউটার জানেন অথবা মাইক্রোসফট ওয়ার্ড জানেন তারাও এই কোর্সটি আরও একবার রিভিশন দিয়ে নিতে পারে । কারন এই কোর্সটিতে বেসিক লেবেল থেকে এডভান্স লেবেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে ।

 

যারা এই কোর্সটি ভাল ভাবে করবেন, আমার মনেহয় তাদের আর কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেতে হবে না । এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের থেকে ভালই শিখবেন । যাদের জানা রয়েছে তারা এই কোর্সটি ডাউনলোড করে রাখতে পারে । আর YouTube থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তা জানবার জন্য এখানে ক্লিক করুন ।

 🙂 এক নজরে, এই কোর্সটিতে কি কি রয়েছে 🙂

  1. মোট ১৩ টি পর্বে এই কোর্সটি সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ ১৩ টি ভিডিও রয়েছে ।
  2. সম্পূর্ণ কোর্সটি বাংলা ভাষায় ।
  3. সম্পূর্ণ টিউটোরিয়ালটি HD Formate রেকর্ড করা হয়েছে ।
  4. Latest Version software ব্যবহার করা হয়েছে ।

সমস্ত টিউটোরিয়াল গুলি ইউটিউব এ দেখতে এখানে ক্লিক করুন ।

ধন্যবাদ ! ধন্যবাদ ! ধন্যবাদ !

Level 0

আমি Biswajit Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, This is Biswajit. I hope, I'll give 2 TT sweet sweet tunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি মাইক্রোসফট অফিস 2007 ইনস্টল করব।নেটে অনেক খুজাখুজি করে 388.mb exe একটা ফাইল downlod করে ইনস্টাল দিলাম।কিন্তুু এটা প্রোডাক্ট কি চাচ্ছে।তাছাড়া ব্যবহারও করতে পারছি না। এখন কি করব? আমাকে একটা ভাল মানের ২০০৭ এর ডাউনলোড লিংক দেওয়ার অনুরুধ করছি।

    Please use this key (H3FKC-6B632-D4C38-J47VY-JMPVW)

tx , vedio guli amar kaze lagbe, 2013 version er power point tutorial banaben ki ?

    বানাবো, অপেক্ষা করুন !

মাইক্রোসফট ২০১৩ এর ডাউনলোড লিংক দেন।

vai Exccel nia akta post koran.

    পরের পোস্ট টি এক্সেল নিয়ে করবো, অপেক্ষা করুন ।

ওকে থ্যাঙ্কস ধন্যবাদ । ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক টিউটোরিয়াল আছে কিন্তু ভালো মানের একসেস টিউটোরিয়াল পাওয়া কঠিন । তাই যদি …..

    এক্সেল complete হয়ে গেছে । এর পর পাওয়ার পয়েন্ট । তার পর একসেস ।