আসসালামু আলাইকুম। সামনে আসছে সিয়াম সাধনার মাস রামাযান। আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের (MS Word) কিছু ইসলামিক শর্টকাট নিয়ে। যেগুলো আমাদের খুব ই পরিচিত আর আমরা ইসলামিক লেখা লিখি মধ্যে প্রায় ই ব্যবহার করে থাকি।
আরবীতে আমরা 'আল্লাহ' লিখতে চাইলে। মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) ওপেন করেন প্রথমে টাইপ করতে হবে ইংরেজীতে FDF2। তারপরে কী বোর্ড থেকে চাপুন alt+X দেখুন ﷲ লেখাটি চলে এসেছে।
আরবীতে 'রাসূল' শব্দটি লিখতে চাইলে। আগের মত ই মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) ওপেন করেন প্রথমে টাইপ করতে হবে ইংরেজীতে FDF6। তারপরে কী বোর্ড থেকে চাপুন alt+X দেখুন ﷶ লেখাটি চলে এসেছে।
এইভাবে আরবীতে 'জাযাকাল্লাহু' লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে (MS Word) টাইপ করতে হবে FDFB। তারপরে কী বোর্ড থেকে চাপুন alt+X দেখুন ﷻ লেখাটি চলে এসেছে।
তারপরে যদি আমরা 'মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাল্লাম)' লিখতে চান তবে মাইক্রোসফট ওয়ার্ডে (MS Word) টাইপ করতে হবে FDF4 তারপরে স্পেস দিয়ে FDFA। প্রত্যেকটি টাইপের সাথে সাথে কী বোর্ড থেকে চাপুন alt+X আর দেখুন যথাক্রমে ﷴ এবং ﷺ এই দুটি লেখা চলে এসেছে।
এমনিভাবে 'আকবার' শব্দটি লিখতে চাইলে, মাইক্রোসফট ওয়ার্ডে (MS Word) টাইপ করতে হবে FDF3 এবং তারপরে কী বোর্ড থেকে চাপুন alt+X আর দেখুন ﷳ শব্দটি চলে এসেছে।
আর 'সালাম' শব্দটি লিখতে চাইলে, টাইপ করতে হবে FDF5 এবং তারপরে কী বোর্ড থেকে চাপুন alt+X আর দেখুন ﷵ শব্দটি চলে এসেছে।
এতক্ষণ আমার টিউনটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমার মত টিউন পূর্বে এই ব্লগে আগে প্রকাশিত হয়ে থাকলে আমি দুঃখিত। 🙂
আমি সাদ্দাম হোসাইন সম্রাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx bhaia