আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। টিউন এর হেড লাইন দেখেই হয়তোবা বুঝে গেছেন আমি কি নিয়ে লিখতে যাচ্ছি। যাই হোক এখন কাজের কথাই আসি।
আমরা অনেকে অনেক কাজ করার সময় আমাদের এমএস ওয়ার্ড এর ফাইল পিডিএফ করা দরকার হয়। যা আমরা অন্যান্য সাইট বা অন্য যে কোন ধরনের একটি সফটওয়্যার ব্যবহার করে করে থাকি। আমরা যদি অফিস 2007 ব্যবহার করি তাহলে আমরা একটি সফটওয়্যার এর মাধ্যমে এই কাজটা খুব সহজেই করতে পারবো। আপনারা এই ফাইলটি ডাউনলোড করে সেট আপ দিন। সেটআপ নিতে সব্বোর্চ 2-3মিনিট লাগবে। তবে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। ফাইলটি জিপ করা আছে যা আপনি আনজিপ করে নিবেন। আনজিপ করার পর যেই ফাইলটি পাবে সেটি সেটা আপ দিবেন। সেট আপ দেওয়ার পর আপনি এমএসওয়ার্ড এর যে কোন একটি ফাইল খুলুন এবং সেটি যদি সেভ করা থাকে তাহলে আপনি Save As এ জান। সেখানে PDF OR XPS উপর একটি ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসলে সেভ হয়ে যেখানে ফাইলটি থাকবে সেখানে দেখিয়ে দিয়ে সেভ দিন। বেছ আপনার কাজ শেষ। যদি আপনার ফাইলটি PDF হয়ে যায় তাহলে এমনিতেই সেটা খুলে যাবে।
এরপর ও যদি কোন সমস্যা হয় তাহলে এখান থেকে স্ক্রীনশট ডাউনলোড করুন এবং এটা দেখেও কাজ করতে পারবেন। এখান থেকে
আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আর সময় পেলে আমার সাইটে একটু ঘুরে আসতে পারেন। যার পুরোটাই টেকটিউসের অবদান। আমি শুধু লেখেই যাচ্ছি।
আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
2003 এ হলে ভালো হত