আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.।আমি আল্লাহর রহমতে ভাল আছি। Microsoft office 2007 এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার এই বাংলা টিউটোরিয়ালের সাথে থেকে Microsoft office word 2007 শিখতে পারবেন। মাইক্রোসফট অফিস ২০০৭ নিয়ে এই হচ্ছে আমার প্রথম পর্ব।
মাইক্রোসফট অফিস নিয়ে আমার কিছু কথাঃ মাইক্রোসফট এর office pakage টা আসলেই complete একটা package. যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিশিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। আপনারা যারা ওয়ার্ড পারেন তারা জানেন যে, ওয়ার্ড ব্যবহার করে ওয়েব সাইট তৈরি করা যায়। এছাড়া logo, poster, banner, visiting card, ইত্যাদি ডিজাইন করা যায়। মাইক্রোসফট অফিস ব্যবহার করে খুব সুন্দর রিপোর্ট তৈর করা যায়, যেখানে আপনি আপনার ইচ্ছা মত chart, graphics এগুলো সং যোজন করতে পারবেন।
টিউটোরিয়াল্টি নতুন যারা Microsoft office word জানেন না তাদের জন্য এবং যারা জানেন তাদের জন্যেও। তবে আমি চেষ্টা করব আপনাদের জানার ভিতরে ও কিছু অজানা তথ্য দেয়ার জন্য। আর এটা ছাড়া আপনাদের যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন।
তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ বাংলা ভিডিও টিউটোরিয়াল এর প্রথম পর্ব।
এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর হোম ট্যাবের আন্ডারের ফন্ট টুলস নিয়ে। আমরা যার মাইক্রোসফট অফিস ওয়ার্ড মোটা মুটি জানি, তারা অবশ্যই জানি যে, ফন্ট টুলস এবং প্যারাগ্রাফ টুলস ব্যবহার করে খুব সহজে সাধারন ভাবে একটি ডকুমেন্ট তৈরি করা যায়। বাকি টা ভিডিও তে বলা আছে।
আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dhonnobad bhaia