মাইক্রোসফট ওয়ার্ড এ কাজের ক্ষেত্রে এই একটি অপশন অনেকেরই প্রয়োজন হয়। বেশির ভাগ হয় যারা প্রশ্ন বা জায়গা জমির কাগজ টাইপ করেন। এই অপশনটি হয়তো অনেকেরই অজানা।
আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। বন্ধুরা আমরা সবাই কম-বেশী মাইক্রোসফট ওয়ার্ড-এ কাজ করে থাকি। কিন্তু কাজ করার ক্ষেত্রে অনেক বিষয় অজনা থাকার ফলে কাজ করতে অনিহা চলে আসে। অনেক সময় টাইপ করতে করতে হয়তো আপনাকে লিখতে হচ্ছে দুই ভাগের এক যেমন-
লিখতে পারেন না? তাহলে দেখুন কিভাবে লিখবেন। মাইক্রোসফট ওয়ার্ড মেনুবার থেকে insert এ গিয়ে Field ক্লিক করুন। Field ডায়ালগবক্স আসবে। এখানে (1) Field Name নামে একটি option আছে। ওখান থেকে (2) eq Select করে (3) Field Codes এ ক্লিক করুন। এবার Field Codes বক্সে টাইপ করুন (4) EQ \f(1,2)। (EQ লিখা থাকে)। অর্থা যে সংখ্যাটি উপরে দিতে চান সেটি কমা’র (,) পূর্বে লিখুন পরে যে সংখ্যাটি নিচে দিতে চান সেটি কমা’র (,) পরে লিখে ok করুন।
এছাড়ও অন্য কোন সমস্যা থাকলে জানাতে পারেন। আশা করি কাজে আসবে। দোয়া করবেন যাতে আগামীতে প্রয়োজনীয় টিউন নিয়ে হাজির হতে পারি। বুঝেতে না পারলে কম্মেন্ট করুন। পর্যাপ্ত হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী টিউনে থাকছে কিভাবে বীজগণিতের সূত্র টাইপ করবেন?
আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Place the insertion point where you want the fraction to appear. Press CTRL+F9 to insert field braces. Between the field braces, type the following EQ \F(a,b) where a and b are the numerator and denominator of the fraction.
For example, if you want to create the fraction 1/8, the field would look like this { EQ \F(1,8)} With the insertion point in the field, press SHIFT+F9.
জানা ছিল ভাইয়া 🙂