গত দিন আমি আলোচনা করেছিলাম Microsoft Word 2007 এর window এর বিভিন্ন বার সম্পর্কে আজ আমি ঐ বার গুলোর বিস্তারিত আলোচনা করছি, যারা আমার আগের পোষ্টটি দেখেননি তারা দেখে নিন এখান থেকে ।
১) Microsoft Office Button :- যারা Microsoft Word 2003 ব্যবহার করেছেন তাদের কাছে এই বাটনটি পরিচিত, সেখানে এই বাটনটি ফাইল মেনু হিসাবে পরিচিত ছিলো যেখান থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট নিতে পারতাম, ডকুমেন্ট সংরক্ষন করতে পারতাম, সংরক্ষন করা ডকুমেন্ট ওপেন করতে পারতাম, কন ডকুমেন্ট ক্লোজ করতে পারতাম, ডকুমেন্ট প্রিন্ট করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারতাম, ঠিক ঐ কাজ গুলোই আমরা Word 2007 এ Microsoft Office Button এর মাধ্যমে করতে পারব যেটা আছে Word 2007 Window এর Upper-Left Corner এ ।
২) Quick Access Toolbar :- আমাদের কাজকে গতিশীল করে তুলার জন্য সর্বাধিক ব্যবরিত কমান্ড গুলো আমরা Quick Access Toolbar এড করে রাখতে পারি, পরবর্তিতে আমাদের প্রয়োজন মত ব্যবহার করতে পারি ।
৩) Ribbon Bar ঃ- Microsoft Word 2007 এ মেনু বারের পরিবর্তে Ribbon Bar ব্যবহার হয় , Microsoft Word 2003 এর মেনু বার থেকে যে সকল মেনু এর কাজ করা যেত Word 2007 এ Ribbon Bar থেকে খুব সহজে সে সকল কাজের সাথে আরো অনেক কাজ করা যায় যা Word 2007 সংযোযন করা হয়েছে ।
৪) Ruler ঃ- ডকুমেন্ট এর Page Scaling করার জন্য Ruler ব্যবহার হয় । যদি Ruler না থাকে তাহলে Ribbon Bar এর View Tab এ ক্লিক করে Ruler Check Box এ ক্লিক করলেই Ribbon Bar এর নিচে Ruler দেখা যাবে ।
৫) Text Area ঃ- Text Area তে ডকুমেন্ট টাইপ করা হয় ।
৬) Status bar ঃ- Status bar এর সাহায্যে ডকুমেন্ট এর বিভিন্ন তথ্য যেমন, পেজ সংখ্যা, ওয়ার্ড সংখ্যা, এ্যাক্টিভ পেজ ইত্যাদি সম্পর্কে জানা যায় ।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ ।
পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়েছে এখানে ।
সোজন্যে ঃ- টেকটুইট ২৪ ডট কম
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ।