100% কাজের টিউন, আমি শিওর আপনার কাজে লাগবেই লাগবে। কপিরাইট কোড সহ অনেক কিছু।

100% কাজের টিউন, আমি শিওর আপনার কাজে লাগবেই লাগবে। কপিরাইট কোড সহ অনেক কিছু।

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন।

দয়াকরে কেউ খারাপ মন্তব্য করবেন না। যদিও লেখাটা পূর্বে প্রকাশিত। কিন্তু আমার জানা নেই। অনেকের কাছে টিউনটি পুরাতন মনে হলেও আমি কিন্তু নতুনদের জন্য তাই দয়াকরে নতুনরা হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন।

ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলিশ টিপস লেখার কারণে। কিন্তু একটা সমস্যায় আছি। চেয়ার এর বাংলা যদি কেদারা হয় তাহলে টেবিলের বাংলা কি? যদি কারও জানা থাকে প্লিজ জানাবেন।

আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড এ লেখালেখির সময় যোগ বিয়োগ গুন ভাগ ইত্যাদি চিহ্ন লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হই। তাই তাদের জন্য আমার এই ছোট্ট ভালবাসা।...........

উপরের চিত্রটির মাঝখানে ভাল করে লক্ষ্য করুন শর্টকাট কি কিভাবে দেয়া থাকে?

As an example this is the Shortcut Key of Multiplication: Alt+0215

  1. Multiplication sign: Alt+0215
  2. Division sign: Alt+0247
  3. Copyright sign: Alt+0169
  4. Registered sign: Alt+0174
  5. Trade mark sign: Alt+0153
  6. Plus-Minus sign: Alt+0177

Or,

  1. Copyright sign: Ctrl+Alt+C
  2. Registered sign: Ctrl+Alt+R
  3. Trademark sign: Ctrl+Alt+T

Or,

  1. (c) =  ©
  2. (r) = ®
  3. (tm) = ™

You can set it first-

  1. Click File
  2. Click Options
  3. Click Autocorrect Options…
  4. Check box Ok (See the images carefully) Replace text as you type.
  5. Click Ok
  1. Click Insert
  2. Click Symbol
  3. Click More symbols
  4. Click Shortcut Key…
  5. Set the Customize keyboard which you want.

ধন্যবাদ সকলকে। ভুল হলে ক্ষমা করবেন। মন চাইলে আমার আকাশে ঘুরে আসতে পারেন। আর না চাইলে ভুলেও ক্লিক করবেন না। আমরা আমরাই তো। ইউ ক্যান গেট এ্যানিমোর এ্যাট ইয়োর হোম।

আমার আকাশে স্বাগতম। টিপস এন্ড ট্রিকস, রেজাল্ট এন্ড সার্কুলার, এ প্লাট ফরম অফ কম্পাইলেশন।

Level 0

আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @ফারজিন জামান: ধন্যবাদ ভাই।

ভাল হয়েছে

    Level 0

    @মুন্না: ধন্যবাদ মুন্না ভাই। এমবিবিএস।

কাজে লাগবে ভাই। ধন্যবাদ

    Level 0

    @ব্লগার মারুফ: মারুফ ভাই, কেমন আছেন? ভাল লাগার জন্য ধন্যবাদ ভাই। মনে আছে কি? সেই বট গাছটার কথা। মজা করলাম আর কি।

Level 0

টেবিলের বাঙলা চওড়া কাঠ।

    Level 0

    @biplob roy: ধন্যবাদ ভাই। জানি না চওড়া কাঠ !!! ছক, সারণী, তালিকা, ফলক, মেজ, সমতল স্থান। মনকে বোঝাতে পারলাম না। অনেক অনেক ধন্যবাদ আবারও।

Level 0

নিচের দিক থেকে তিন নং চিত্র আর উপরের দিক থেকে পাঁচ নং চিত্রটির মাঝখানে শর্টকাট কি কোড সহ নাম্বার দেয়া আছে।

    Level 0

    @ফরিদ আহাম্মেদ: আপনাকেও ধন্যবাদ ভাই।

Level 0

শেয়ার করার জন্য ধন্নবাদ আর টেবিলের বাংলা হল “চতুস্পায়া” ।

    @Tech Bug: আপনি বলছেন টেবিলের বাংলা হল “চতুস্পায়া” But আমার একটি টেবিল আছে যার তিনটি পা ।

      Level 0

      @নীলোৎপল বেদী: তবে সেটা ব্যতিক্রম।

    Level 0

    @Tech Bug: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তরটি পছন্দ হল।

    Level 0

    @Tech Bug: আপনাকেও ধন্যবাদ। চতুস্পায়া কথাটা এর আগেও একজন বলেছিল। আসলেই মনে হয় ওটাই হবে। যাহোক রিসপন্স টা পছন্দ হল। ধন্যবাদ ভাই।