আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
MS Word নিয়ে আলহামদুলিল্লাহ চেইন টিউন করে ফেলেছি আর ইনশাআল্লাহ MS Word নিয়ে পূরিপূর্ন ১টি বই তৈরি করে ফেলেছি, আর কয়েকদিন পরে টিটিতে এই নিয়ে ১টি টিউন করব। তো আজকের টিউন হল MS Word এ কিভাবে ভগ্নাংশ লিখতে হয় তার নিয়ম, অনেকে ফেইসবুকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছে কিভাবে MS Word এ ভগ্নাংশ লিখতে হয় বন্ধুদের অনুরোধে আজকের টিউন।
তাহলে আসুন শিখে কিভাবে MS Word এ ভগ্নাংশ লিখতে হয়।
প্রথমে MS Word চালু করুন এবার ভগ্নাংশ লিখতে হলে Insert>Field এ ক্লিক
এবার Eq> Field Codes> Options ক্লিক করে নিচের মত কাজ করুন ।
তাহলে নিচের মত আমাদের ভগ্নাংশ লেখা হয়ে যাবে।
আরেক পদ্ধতিতে ভগ্নাংশ লেখার নিয়মঃ Tools মেনুতে ক্লিক করে Customize এ ক্লিক করুন।
এবার Commands বাটনে ক্লিক করে Categories থেকে Equation Editor সিলেক্ট করে নিচের মত করে Insert মেনুর মধ্যে ড্রাগ করে ছেড়ে দিন।
এবার Insert> Equation Editor করে ইচ্ছামত ভগ্নাংশ এবং যাবতীয় গানিতিক কাজ করুন।
আর কিছুদিন পর আপনাদের জন্য নিয়ে আসবো MS Word নিয়ে ১টি বই! কাজ শেষ এখন শেয়ার করার পালা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
যারা উপরের স্ক্রীন শর্ট বুঝতে সমস্যা তারা এখান থেকে আমার তৈরি করা ভিডিও ডাউনলোড করে দেখে নিতে পারেন আর এটা আমার প্রথম ভিডি করা টিউটোরিয়াল তাই ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন। আগামীতে আরো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। (ইনশাআল্লাহ)
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thank you for share.