OCR বা ইমেজ থেকে লেখাকে টেক্সটে রুপান্তরিত করুন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। টিটি ভিজিট করি সেই অনেক দিন থেকে, কিন্তু হেল্প চাওয়া ছাড়া কোন টিউন এত দিনে চাওয়া হয় নি। আজ তাই আমার এই সল্প উপহার আপনারা সাদরে গ্রহণ করুন। আর ভুল-ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


OCR: অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (সাধারণত ওসিআর নামে ডাকা হয়) হাতে লেখা বা টাইপরাইটারে টাইপকৃত লেখার ছবিকে (সাধারণত স্ক্যানার দিয়ে স্ক্যান করা) কম্পিউটারে সম্পাদনাযোগ্য লেখায় অনূদিত করার যান্ত্রিক বা ইলেকট্রনিক পদ্ধতিকে বুঝায়। কম্পিউটার বিজ্ঞানের যে শাখাগুলো ওসিআর'র সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে: প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যান্ত্রিক দর্শন (মেশিন ভিশন)। (উইকিপিডিয়া থেকে)।

এখন এই ওসিআর এর কাজ এম-এস ওয়ার্ডের ২০০৭ ভার্শনে করা গেলেও একটু ঝামেলা। আর ওয়ার্ড ২০১০ এ করা যায় যত দূর আমি জানি। তাই এর জন্য ভাল এপ্লিকেশন খোজা শুরু করলাম। যে রিডারটা পেলাম সেটা নাকি খুব ভাল- নামটা হল...ABBYY FineReader 11 Professional Edition রিডার। কিন্তু ব্যাবহার করার কোন সাধ্য নেই। কারন, এখানে। তবে যদি কেউ ক্রা-ক দিতে পারেন ক্রিতার্থ হতাম।

এবার আসল কথা হল, আমি অনেক খুজে একটা ফ্রি এপ্লিকেশন পেয়েছি। সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম.....................এটা আমি ব্যাবহার করে দেখেছি। তাদের অফিসিয়াল ওয়েব এখানে

Level 0

আমি সুমন রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাছে ABBYY FineReader 10 Professional Edition এর ক্রাক আছে। চাইলে দিতে পারি। আমাকে একটা ব্লাঙ্ক মেইল করুন। reply তে আমি দিয়ে দিবো। my email address: [email protected] ধন্যবাদ

আপনি চাইলে PDF Xchange viewer সফ্টওয়্যারটি ব্যববহার করে দেখতে পারেন। এটি এক সাথে পিডিএফ রিডার ও OCR। কম এমবি এর মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ OCR সফ্টওয়্যার।
http://linkdownload123.com/pdf-xchange-viewer-pro-2-5-213-full-crack-keygen/

ধন্যবাদ সুন্দর সফ্টওয়্যার টি সেয়ার করার জন্য। কাজে লাগবে

    আপনাকেও প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ।@masternoion@live:

ABBYY FineReader 11 Professional Edition download link : http://www.4shared.com/file/_dKr9-7J/

    @উদাসীন আসিফ: আমি আগেই একটা নামিয়েছি, আপনারটার লিংক সেভ করলাম। ঐটায় কাজ না হলে, আপনারটা ইউজ করব।

YOU CAN FIND OCR SOFTWARE FREE WITH SCANER CD

Level 0

eta ki bangla support kore?

    bangla suport kore kina sure na, tobe try kore dekhte paren. Tobe ami jani bangla ocr soft ekhono complete hoy ni.@shajib5:

Level 0

ইংরেজী লিখাকে ইমেজ থেকে ওসআর করার অনেক উপায় আছে। তবে বাংলা লেখাকে করার জন্য একটি সফট পেয়েছিলাম কিন্তু সেটি সঠিকভাবে রান করানো যায় না। ওসআর করার জন্য আপনি ওমিনিপেজ4.0 ইউজ করতে পারেন আবার ফটোশপে যে কোন ইমেজ কে টআইএফ ফরমেনট এ সেভ করে মাইক্রোসফট ডকুমেন্ট ইমেজিং এর মাধ্যমও করতে পারেন। যদি বাংলায় ফ্রন্ট ওসআর করার ‍ুকোন সফট পান দয়া করে জানাবেন।

    বাংলায় এখনো কোন ওসিআর সফ্‌ট সম্পুর্ণ তৈরি হয়নি, তবে এটা ইউজ করতে পারেন। তবে এটায় পুরোপুরি কাজ হয় না। @Hriday:

http://crblpocr.blogspot.com/ লিংকটাই দিতে ভুলে গেছিলাম।

সবাইকে ধন্যবাদ।