এবার বাংলাতেও প্রুফ দেখুন ছোট্ট একটি Add Ins দিয়ে

আসসালামুআলাইকুম । কেমন আছেন সবাই ?  আমরা সবাই কম বেশি লেখা লেখির কাজ করে থাকি । ইংরেজীতে লিখলে তা লিখার পর আমরা প্রুফিং দেখি, কিন্তু বাংলাতে হয় সমস্যা । কারন অফিসে spell checker for english বিল্ড ইন থাকে । বাংলার জন্য থাকে না , তাই আমি আপনাদের এমন একটি টুলস এর সন্ধান দিচ্ছি যার মাদ্ধমে আপনি ইংরেজীর মতো বাংলাতেও স্পেল চেক করতে পারবেন । সাইজ মাত্র ১ এমবি।

http://office.microsoft.com/en-us/language-packs/?LpArch=x86

এখানে যাওয়ার পর এমন একটি পেজ পাবেন

তারপর এখান থেকে ভাষা নির্বাচন করার পর নিচে ডাউনলোড লিংক আসবে

তারপর ডাউনলোড করে স্বাভাবিক নিয়মে সেটাপ দিন তারপর দেখুন ইংরেজীর মতো বাংলাতেও প্রুফ দেখতে পারবেন।

অভিজ্ঞরা আমাকে একটু সাহায্য করুন টিউনে লিংক যোগ করতে পারছি না । যেমন উপরের লিঙ্কটি যদি আমি "এখানে" এই লেখাটির অন্তরালে উপরের লিঙ্কটি যোগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে?

Level 0

আমি রাকিব আল আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Rakib Al Azad. I live in Kushtia, Bangladesh. I study in Islamic University, Kushtia. B.S.S (Hons) Department of Economics


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। XP তে কাজ করে না উল্লেখ করলে ভাল হত।

ধন্যবাদ Add Ins টা শেয়ার করা জন্য।
প্রথমে আপনি যে লেখাটায় লিংক যুক্ত করতে চান সেই লেখাটা সিলেক্ট করুন। পরে আপনি Insert/Edit Link অথবা Alt+ Shift + A চাপুন। ফিল্ড গুলো পুরন করে Add Link এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার লিংক দেওয়া।
সমস্যা হলে,
FB- https://www.facebook.com/hasan4uf
Call@01685600427

office 2007 eo kaj kore na