Microsoft Word এর বিকল্প একটি পোগ্রাম- AbiWord (মাত্র-৯ এমবি’র)

আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।

সেরা কয়েকটি পোষ্ট-

৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন
এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন
Android Apps ডাউনলোডের ১৫ টি সেরা ওয়েবসাইট
Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন
USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন

শিরোনাম পড়ে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি আজ কোন বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি।

ঠিক ধরেছেন, আমি আজ আপনাদের সাথে সেরকম একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।

অনেকের কাছে হয়তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রো-ভার্সন নেই অথবা ওয়ার্ড প্রসেসরের জন্য বিকল্প কোন সফটওয়্যার হয়তো খুজছেন, তাদের সবাই জন্য এই সফটওয়্যারটি নিয়ে এসেছি, প্রত্যেকেই এটি ব্যবহার করে দেখতে পারেন।

AbiWord দ্রুততর এবং ছোট্র একটি টেক্সট এডিটর প্রোগ্রাম। যা কিছু সংখ্যক volunteer মিলে সফটওয়্যারটি তৈরি করছেন। এই প্রোগ্রামটি ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর অনূরূপ একটি প্রোগ্রাম। এটির ব্যবহার তুলনামূলক সহজ। এবং এতে অনেকগুলো টেক্সট ফরমেটিং যুক্ত রয়েছে যা সহজেই ব্যবহার করা যায়। পাশাপাশি এটি দ্বারা HTML ফাইল ও তৈরি করা যায়।

এটি নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। আপনারা ব্যবহার করলে এটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটি আপনারা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

নিচে এর ডাউনলোড লিংক দেয়া হল-

Download:-AbiWord

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো
topsapk.blogspot.com