আমরা অনেকে সফটওয়ার এর মাধ্যমে বিভিন্ন ইমেজ ফাইল কে ওয়ার্ডে রুপ্তান্তর করি। আপনি ইচ্ছা করলে অফিস সফটওয়ার এর মাধ্যমেও স্কাইনিং ইমেজ ফাইল থেকে লেখায় রুপান্তর করতে পারেন। (উপকরণঃ মাইক্রোসফট অফিস এবং স্কাইনার) এইজন্য প্রথমে মাইক্রোসফট অফিস এর সিডিটি সিডি রুমে প্রবেশ করান অথবা অফিস সফটওয়ারটি কপি করে হার্ডডিস্ক-এ রাখু
ন । তারপর Star/programs/Microsoft Office tool/ Microsoft Document Scanning এ ক্লিক করুন।
এরপর দেখুন নিচের মত একটি উইন্ডো আসছে। ইন্সটাল হতে কিছু সময় নিবে। এখানে থেকে আপনার স্কাইনার এর মডেলটি সিলেক্ট করে ওকে করুন।
এখন আরেকটি উইন্ডো আসবে। আপনি কোন টাইপের স্কাইনিং করবেন তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন।
আরেকটি উইন্ডো এলে Don't show me this dialog again টিক দিয়ে ওকে করুন।
এখন দেখুন স্কাইনিং হচ্ছে
স্কাইনিং শেষ হলে অটোমেটিক একটি পেজ ওপেন হবে।
এখন মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে ওয়ার্ডে পেষ্ট করুন।
আমি shaponshekh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনটি আগেও কোথায় যেন পড়েছিলামা। মনে পড়ছেনা। নতুন করে করার জন্য ধন্যবাদ।
………………………………….
unlimited free movie direct link resume support http://freedirectmoviezdownload.blogspot.com/