আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অনেক সময় আমাদের বা কাস্টমারের/ মেমোরীতে এম.এস.ওয়ার্ডের Docx ফাইল Print দিতে গেলে পোহাতে হয় মহা বিপতে।
আজ আমি আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করে দিব যে সাইটে আপনি আপনার Docx ফাইলকে Doc ফরম্যাটে Convert করতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি পেজ আসবে।
এবার Browse বাটনে ক্লিক করে আপনার Docx ফাইলটি দেখিয়ে দিন।
কিছুক্ষন সময় নিবে, তারপর Download বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ দেখা হবে আগামী টিউনে...।।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ফাইল এক্সটেনশনের .docx এর x ডিলিট করে .doc করে নিলেই তো হয়।