অনেক পেজের এ্যাসাইনমেন্ট বা কোনো লিখার হার্ডকপি হারিয়ে গেছে? আবার দরকার? অথবা কিছু পরিবর্তন ? প্রিন্টেড কপিটি আছে? নো চিন্তা! প্রয়োজন স্ক্যানার অথা মোটামুটি ভাল মানের একটি ক্যামেরা বা মোবাইল ক্যামেরা হলেও চলবে। ডকুমেন্ট টি স্ক্যান করে নিন।
গত পর্বে কোন ডকুমেন্টকে স্ক্যান করা এবং অফিস ২০০৭ ব্যবহার করে কোনো ইমেজ থেকে টেক্সট আলাদা করে তা এডিট করার উপযোগি করার পদ্ধতি আমরা দেখেছি। এবার মাইক্রোসফট্ অফিস ২০০৩ এ অফিস টুল দিয়েই সমস্যার সমাধান হবে। এ বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে মন্তব্য করুন।
বাংলা প্রিন্টেড ডকুমেন্ট থেকেও লেখার এডিট করার সমাধান আছে, অন্য প্রোগ্রাম দিয়ে। ৩য় পর্বে ৩য় পর্বে ইনশাআল্লাহ প্রকাশিত হবে।
সময় থাকলে ঘুরে আসুন http://www.sardarsir.com
আমি সর্দার স্যার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bai part 1 er link ta den