আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা MS Word-২০০৩ তে কিভাবে Auto Shapes দিতে হয় আমরা সবাই জানি এবং সহজ।
কিন্তু আপনি কি জানেন MS Word-২০০৭এ ও Auto Shapesব্যবহার যায়? চলুন শুরু করা যাক আজকের পর্ব কিভাবে MS Word-এ Auto Shapes ব্যবহার হয় তার নিয়ম।
প্রথমে MS Word-এ চালু করুন...
তারপর Insert-এ ক্লিক করলে সাবমেনু থেকে Shapes-এ ক্লিক করুন দেখবেন Basic Shapes, Flowchart, Stars and Banners নামে অসংখ্য শেপস আছে, এগুলোর মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন রকমের ডিজাইন করা যায়। এবার পছন্তমত যে কোন একটি Auto Shapes থেকে যে কোন একটি শেপ সিলেক্ট করে ডকুমেন্ট এর খালি জায়গায় আঁকুন।
এবার শেপ টি সিলেক্ট/নির্বাচন করে Shapes Style, Shadow Effect, 3D Effect ব্যবহার করে বিভিন্নভাবে সুন্দর সুন্দর ডিজাইন করুন।। নিচে আমি করলাম
আবার Shapesটি নির্বাচন করে মাউসের ডান ক্লিক করে Autotext-এ ক্লিক করুন এবং কিছু লিখুন
নিচে আমি লিখলাম নিজে শিখুন, অন্যকে শিখান। আপনারা যে কোন লেখা লিখতে পারেন।
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ
আমার ব্লগ সাইট
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
nice