আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা সবাই MS Excel-এ অটো নাম্বার দিতে পারি।
কিন্তু আপনি কি জানেন MS Word-এ ও অটো নাম্বার দেওয়া যায়? চলুন শুরু করা যাক আজকের পর্ব কিভাবে MS Word-এ Auto নাম্বার দেওয়া যায় তার নিয়ম।
প্রথমে MS Word-এ চালু করুন...
তারপর Insert মেনুতে ক্লিক করে নিজের ইচ্ছা মত রো অথবা কলাম নিন। নিচে আমি রো এবং কলাম নিয়ে একটি টেবিল তৈরি করলাম।
এবার Table-এর প্রথম কলামের প্রথম ঘরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করুন। Keybord থেকে Ctrl কী চেপে ফাংশন কী থেকে F9 কী চাপুন। দেখবেন টেবলের প্রথম ঘরে দুটি সেকেন্ড ব্র্যাকেট { } আসছে। ব্র্যাকেটের মধ্যে টাইপ করুন autonum যেমন {Autonum}
নিচে দেখুন।
এরপর ফাংশন কী থেকে F9 কী চাপুন। দেখবেন ১. আসছে। এরপর ১. লেখাটিকে Copy করুন। এবং টেবলের প্রথম কলামের ২য় ঘর থেকে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করুন। এবং Ctrl+V চেপে Past করুন। এরপর দেখা যাবে ১ থেকে ৭ পর্যন্ত অটোমেটিক চলে এসেছে। এরপর আরো Row add করে নাম্বার যোগ করতে চাইলে ১ থেকে ৭ থেকে যে কোন একটি নাম্বার কপি করে নতুন Row তে Past করুন দেখবেন আবার ৮ থেকে অটোমেটিক নাম্বার চলে এসেছে।
আর সময় থাকলে আমার ব্লগ সাইট টা একবার ঘুরে এসে দেখতে পারেন।
ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
খুব কাজের একটা জিনিস জানলাম। ধন্যবাদ ভাই।