আফিস ২০১৩ নতুনত্ব নিয়ে আসছে। মাইক্রোসফটের ওয়েবসইট এবং টুইটার থেকে তথ্য থেকে জানা যায় আফিস ২০১৩ তে বেশ কিছু বিষয় নতুন থাকবে যা নতুন অপপারেটিং সিস্টেম উইনডোজ-৮ এবং টাচ স্ক্রিন প্রযুক্তির সাথে খাপ খেয়ে চলতে পারবে।
যে সকল ফিচার থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফিচার নিচে লিস্ট করে প্রকাশ করলাম-
১. আফিস ২০১৩ এবং আফিস৩৬৫ একসাথে কেনা যাবে।
২. টাচ ও ডেস্কটপ উভয়ে ব্যবহার উপযোগি ইন্টারফেস থাকছে।
৩. পিডিএফ রিডার ও ইডিটর বিল্ডইন থাকবে।
৪. অফিস ডকুমেন্টগুলো বিভিন্ন ওয়েবসার্ভিসে ব্যবহার করা যাবে যেমন স্কাইড্রাইভ।
৫. মাইক্রোসফটের ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে ব্রাউজারে ওয়ার্ড, এক্সেল পাওয়ারপয়েন্ট ইত্যাদি ডকুমেন্ট দেখা ও ইডিট করা যাবে।
নিচে স্ক্রিনসটের মাধ্যমে দেখে নিন অফিস ২০১৩ কেমন হবে-
পোস্ট লিখেছেন- মাহবুব টিউটো
সৌজন্য- টিউটোহোস্ট
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
ধন্যবাদ টিউনের জন্য……আমি অনেকদিন আগে থেকেই এটি ব্যবহার করি…কারোর প্রয়োজন হলে বলতে পারেন…মিডিয়াফায়ার লিঙ্ক দিতে পারি…এক্টিভেটর সহ…