পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দর এনিমেশন তৈরি করুন

আশাকরি ভালোই আছেন। আবারো হাজির হয়েছি নতুন বিষয় নিয়ে। আজ দেখাবো কিভাবে মাইক্রো সফট অফিস পাওয়ার পয়েন্টের সাহায্যে সুন্দর একটি  এনিমেশন তৈরি করব।  তো চলুন শুরু করা যাক।

নিচ থেকে ইমেজ  file ডাউনলোড করে নিন

Download

এক্সট্রাক্ট করে নিন জিপ ফাইল তাহলে ৪টী ইমেজ পাবেন। প্রথমে পাওয়ারপয়েন্ট ওপেন করুন।

তারপর Blank Pressentation  অপশনটি সিলেক্ট করুন।

এবার টেক্সট বক্স দুটি দিলেট করে দেই। ইমেজে দেখানো জায়গায় ক্লিক করে ডিলেট বাটনে প্রেস করি।

Insert মেনু থেকে পিকচার অপশনটি সিলেক্ট করুন তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করুন। এখন নিচের ইমেজটির মত মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে ফিট করুন। 

আবারো ইন্সার্ট থেকে টাইগারের ইমেজটি আনুন এবং  নিচের মত করে rotate  করে ড্রাগ করে ভালো পজিশনে বসান।

এবার একই পদ্ধতিতে হরিন এর ইমেজ টিও  ইন্সার্ট করুন এবং ভাল পজিশনে বসান বাঘের সামান্য দুরত্বে রাখুন।

সবশেষে হাসের ছবিটি এড করুন আর ইমেজে দেখানো জায়গায় বসান।

এবার এনিমেশন সেট করার পালা। প্রথমে বাঘের ইমেজে ক্লিক করে এনিমেশন  অপশনে ক্লিক করুন। তারপর নিচের দিকে দেখুন লাইন নামে এনিমেশন টিতে ক্লিক করুন। তারপর তীর চিহ্নতে মাউসের লেফট বাটন চেপে ধরে  ড্রাগ করে একবারে কর্নারে নিয়ে যান।

নিচের ছবির মত

এখন একই পদ্ধতিতে হরিনের ইমেজটিতেও এনিমেশন সেট করুন

এবার টাইম সেট করার পালা। নিচ থেকে দেখে নিন। টাইগারের ক্ষেত্রে ৫.৭৫ আর হরিনের ক্ষেত্রে ৪.২০ সেট করেছি। নিচের ছবির মত করে সেট করুন।

এবার সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেইভ এস এ ক্লিক করুন তারপর পছন্দ মত ফোল্ডার সিলেক্ট করুন

এখন একটি নাম লিখে  সেভ এস টাইপে mpeg -4  অপশনটি সিলেক্ট করুন আর সেভ এ ক্লিক করুন।

সব শেষে দেখার জন্য সেভ করা ফোল্ডারে গিয়ে ভিডিওটি প্লে করে দেখতে থাকুন।

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস