গত টিউনে আমি দেখিয়ে ছিলাম কিভাবে আপনারা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি ওয়াক সাইকেল এনিমেশন তৈরি করতে পারেন। আজ আবার চলে এসেছি পাওয়ার পয়েন্টের আর একটি টিওটরিয়াল নিয়ে। অনেকের ইউটিউবে ভিডিওর জন্য বা নিজের কোন প্রোজেক্টের জন্য ইনট্রো দরকার হয়ে থাকে। আপনি চাইলেই আপনার কম্পিউটারে থাকা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করে নিতে পারেন সুন্দর একটি ইনট্রো।
আমি টিওটরিয়ালটির জন্য পাওয়ার পয়েন্টের ২০১৬ ভার্শনটি ব্যবহার করেছি। পাওয়ার পয়েন্ট থেকে অ্যানিমেশনের কাজটি করে আমি এডবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে এনিমেশনটির সাথে সাউন্ড যোগ করেছি। আপনার কাছে এডবি প্রিমিয়ার প্রো না থাকলে আপনি সহজেই উইন্ডোজে বিল্টইন থাকা মুভি মেইকার দিয়ে সাউন্ড সংযুক্ত করতে পারবেন। টিওটরিয়ালের কাজের ধাপ গুলো স্ক্রিন সট দিয়ে বুঝান একটু কঠিন তাই আমি টিউনের সাথে সম্পূর্ণ টিওটরিয়ালের একটি ভিডিও এম্বেড করে দিলাম। আপনারা এখান থেকে টিওটরিয়ালটি দেখে নিনঃ
ইনট্রো প্রজেক্টের টেমপ্লেটটি আপনি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। নিজের প্রয়োজনে চাইলে আপনি ইনট্রো টেমপ্লেটটি মডিফাই করে ব্যবহার করতে পারেন।
টিউনটি ভাল লেগে থাকলে জানাবেন যাতে করে পরবর্তীতে আরো এক্সাইটিং টিউন নিয়ে হাজির হতে পারি। কোন সমস্যা হলে আমার সাথে এই ফেসবুক পেইজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সবাই ভাল থাকবেন।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।