আসসালামু আলাইকুম,
আজকের টিউনের শিরোনাম দেখেই বোধহয় অনেকে আগ্রহী হয়েছে জানি। হবারই কথা। হ্যাঁ, আজকে আমরা জানবো কিভাবে আমাদের চিরপরিচিত বন্ধু শেয়ারইট দিয়ে আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইড দূর থেকেই নিয়ন্ত্রণ করতে পারি।
প্রথমেই আমাদের লাগবে শেয়ারইট ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড। এই দুটি অবশ্যই থাকতে হবে। কারন আমরা এন্ড্রয়েড দিয়ে ডেস্কটপকে নিয়ন্ত্রণ করবো। তো আমরা চাইলে নিচের লিঙ্কগুলো থেকে শেয়ারিট ডাউনলোড করে নিতে পারি।
এবার কাজের কথায় আসি, শেয়ারইটে বেশকিছু সুবিধা আছে, যেমন ইমেজ স্লাইডশো, পিপিটি স্লাইডশো। ইমেজ স্লাইডশো দিয়ে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনে ফোন থেকে ছবি স্ট্রিম করে দেখাতে পারি। আর পিপিটি স্লাইড শোতে আমাদের ফোন একটা রিমোট কন্ট্রোলের কাজ করে যেটা দিয়ে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে ওপেন করা প্রেজেন্টেশন নিয়ন্ত্রণ করে দেখাতে পারি।
আমাদের এখানে সবার আগে শর্ত হল একই নেটওয়ার্কে কানেক্টেড থাকা। আমরা এর জন্য রাউটার বা হটস্পট ব্যবহার করতে পারি। ল্যাপটপ হলে হটস্পট কাজ করবে, কিন্তু অধিকাংশ ডেস্কটপেই ওয়াইফাই সুবিধা নেই, তাই আমদের ওয়াইফাই রাউটার বা এডাপ্টরের সাহায্য নিতে হবে।
আমি পুরো কাজের ধারাটি ভিডিও করে রেখেছি, চাইলে এখানে গিয়ে দেখতে পারো।
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।