মাল্টিমিডিয়া কনটেন্ট GuRu [পর্ব- ০৪]:: নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের উপর কিছু গুরুত্বপুর্ন ডিজিটাল কনটেন্ট

মাল্টিমিডিয়া কনটেন্ট

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভাল আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালই আছি।

তো শুরু করা যাক। আমি অনেক দিন যাবত ভাবছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শ্রেণী পাঠদানকে কিভাবে আরও প্রাণবন্ত ও যোগপযোগী করে শিখন-শেখানো কার্যক্রমে ছাত্র-ছাত্রিদের মনোযোগ আকর্ষণের মাধ্যমে একটি সফল ক্লাস পরিচালনা করা যায়। তাই  বিশাল বাংলা সোসিয়াল নেটওয়ার্ক টেকটিউনসকেই বেছে নিলাম যাতে মানসম্মত ডিজিটাল কনটেন্ট সকলের মাঝে পৌছে দেয়া যায়। তারই ধারাবাহিকতায় ৫৫ পর্বের চেইন টিউন এর চতুর্থ পর্বে নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান  বিষয়ের উপর কিছু গুরুত্বপুর্ন ডিজিটাল কনটেন্ট নিয়ে আজকের টিউন “মাল্টিমিডিয়া কনটেন্ট” GuRu [পর্ব- ০৪] এ আপনাদের স্বাগতম।

নিচের লিংক গুলোতে ক্লিক করে ডাউনলোড করুনঃ

১। ভৌত রাশি ও পরিমাপ ১ম পাঠ (পদার্থ বিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ)

২। ভৌত রাশি ও পরিমাপ ২য় পাঠ (পদার্থ বিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ)

৩। ভৌত রাশি ও পরিমাপ ৩য় পাঠ (পদার্থ বিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ)

৪। ভৌত রাশি ও পরিমাপ এর একক সমূহ

৫। ভৌত রাশি ও পরিমাপ (বৈজ্ঞানিক প্রতীক সংকেত)

৬। ভৌত রাশি ও পরিমাপ (পরিমাপের যন্ত্রপাতি)

৭।  ভৌত রাশি ও পরিমাপ (স্লাইড ক্যালিপার্স )

৮। ভৌত রাশি ও পরিমাপ (স্কু-গজ)

৯। অধ্যায়ঃ ২য় (গতি)

১০। অধ্যায়ঃ ২য় (ভিবিন্ন প্রকার গতি)

 

এই কনটেন্ট গুলোকে আপনারা ডাউনলোড করে মনের মতো করে এডিট করে ক্লাস-এ ব্যবহার করতে পারবেন। আমি নিয়মিত ভাবে সকল ক্লাস-এর সকল বিষয়ের মানসম্মত ডিজিটাল কনটেন্ট আপডেট দেয়ার চেষ্টা করব। ধারাবাহিক ভাবে ডিজিটাল কনটেন্ট গুলো পাওয়ার জন্য নিয়মিত টেক্টিউন্স এর সাথে থাকবেন।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো। আমার টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক, টুইটার, গুগল প্লাস এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান। আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।

 

ফেসবুকে আমি

এড ফেসবুক  গ্রুপ

 

Level 1

আমি শাহজাহান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস