Presentation একটি ১২ বর্ণের শব্দ হলেও এর পরিধি অনেক বেশী। আপনার উপস্থাপনাকে আনন্দদায়ক ও উপভোগ্য করে গড়ে তুলতে একটি ভাল মান সম্মত প্রেজেন্টেশনের বিকল্প নেই। কারণ এখানে মাল্টিমিডিয়া (বর্ণ, চিত্র ও শব্দ) যোগ করা যায়। একটি আদর্শ প্রেজেন্টেশন তৈরির জন্য কোন কোন বিষয় বিবেচনায় আনতে হবে। কি করতে হবে আর কি বর্জনীয় তা অতি সংক্ষেপে আলোচিত হয়েছে। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
না জানলে জানতে পারেন- সূত্র টেকনোলজি বেসকি
ভেক্টর গ্রাফিক্স হচ্ছে একপ্রকার কম্পিউটার গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স রাস্টার গ্রাফিক্সের মত অসংখ্য পিক্সেলের এর সমন্বয়ে গঠিত নয়। বরং এটি অনেকগুলো পাথের(path) সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি পাথ আবার স্টার্টিং পয়েন্ট,এন্ডিং পয়েন্ট সহ অন্যান্য পয়েন্ট, কার্ভ এবং এঙ্গেলের সমন্বয়ে গঠিত। পাথগুলো বিভিন্ন আকারের হতে পারে যেমন সরলরেখাকৃতি, ত্রিভূজাকৃতি ইত্যাদি।এই পাথগুলো সরল এমনকি জটিল ডায়াগ্রাম তৈরীতে ব্যবহৃত হয়। যেহেতু এটি রাস্টার গ্রাফিক্সের মত নির্দিষ্ট সংখ্যক ডটের সমন্বয়ে গঠিত নয় তাই একে আকারে বড় করলেও এর অরজিনাল কোয়ালিটির কোন পরিবর্তন হয় না। আমরা যখন কোন বিটম্যাপ ইমেজ বা রাস্টার গ্রাফিককে জুম করি তবে তা ব্লকি হয়ে উঠে। কিন্তু ভেক্টর গ্রাফিক্সকে জুম করা হলেও তা পরিস্কার পরিছন্ন থাকে।এছাড়া ভেক্টর ইমেজ ফাইল কে খুব সহজেই পরিবর্তন করা যায়। অ্যাডবি ইলাস্ট্রেটর, ম্যাক্রোফ্রিহান্ড ইত্যাদি ভেক্টর গ্রাফিক এর উদাহরন।
VPN এর পুর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক("Virtual Private Network")। ইন্টারনেট বা কোন অনিরাপদ নেটওয়ার্কে কোন প্রাইভেট LAN এর সাথে যুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হচ্ছে VPN। VPN এ সাধারনত এনক্রিপশনের(encryption) মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। VPN এ কোন অনিবন্ধিত ইউজার প্রবেশ করতে পারে না এবং এনক্রিপশন(encryption) করার কারণে বাইরের কোন ইউজার VPN এ আদানপ্রদানকৃত ডাটা পড়তে পারে না। তাই একে প্রাইভেট নেটওয়ার্ক বলে। সাধারণত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো VPN ব্যবহার করে। যেমন কোন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন শহরে অবস্থিত শাখা অফিসে ইন্টারনেট এর মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হয়। যা সাধারনত নিরাপদ নয়। এই তথ্য আদান প্রদানকে নিরাপদ করার জন্য তারা VPN ব্যবহার করে।
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।