আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আশা করি ভালই আছেন। আমিও ভালই আছি। অনেকদিন টিটিতে টিউন করি না। পড়াশোনার ব্যাস্ততাই এর মূল কারন।
ঈদের জন্য ছুটি পাইছি। তাই টিউন করতে বসলাম।
ইদানিং টিটির কিছু নিয়ম-কানুন খুবই odd লাগে। যেমনঃ টিউন করতে কমপক্ষে ২০০ ওয়ার্ড লাগবে। এই জন্যই আপনাদের সাথে বকবক করছি।
আর আমি আবার বেশি কথা বলতে পারি না। মুখ লেগে আসে।
মাইক্রসফট সম্পর্কে কিছু জেনে নিন।
Our Mission
Empower every person and every organization on the planet to achieve more
Our Strategy
Build best-in-class platforms and productivity services for a mobile-first, cloud-first world
Our Ambitions
Reinvent productivity & business processes, build the intelligent cloud platform, create more personal computing
Learn about one of the largest, most respected computer science research organizations in the world.
Need to get in contact with us somewhere in the world? Look up a Microsoft worldwide sales offices here.
A high level of satisfaction among our customers and partners is a core component of our business.
যাই হোক কথা বাড়াবো না। ঝটপট ডাউনলোড করে নেন। এগুলো মাইক্রোসফটের নিজস্ব স্লাইড। ওদের স্লাইড দেখলেই বুঝতে পারবেন ওরা আসলে স্লাইড বানানোতে কতটা পারদর্শী। আর কোম্পানীর রেপুটেশনও তো আর কম না !!! উইন্ডোজ তো আছেই। শুনলাম ওরা নাকি লিনাক্স কার্নেল দিয়ে নতুন অপারেটিং সিস্টেম তৈরী করতে যাচ্ছে। ভাল তো। আসলেই প্রশংসার দাবি রাখে। দেখছেন তো !!! বকবক শুরু করলাম 😈 😈
একটা ডেমো দেখতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আর যদি ভালো লাগে পুরো জিপ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমার জন্য কিচ্ছু করতে হবে না। শুধু দোয়া করবেন মন ভরে 😛 😛
ফেসবুকে আমাকে পাবেন এখানে
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি রাজিব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শুধুই আল্লাহকে চাই ।
tnx 🙂