বিসমিল্লাহি রহমানের রহিম।
আসসালামুয়ালায়কুম। কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন রোজা, নামাজ নিয়মত পড়তে পারেন। আজকের টিউন এ আমরা ট্রাঞ্জিসন ট্যাব সম্পর্কে আলোচনা করব। আশা করি আমার অন্যান্য টিউটোরিয়াল গুলো বুঝেছেন। না বুজলে অবশ্যই টিউমেন্ট করিয়েন। যদি দেখতে চান আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল :
পূর্বের পর্বে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর বেসিক অপশন, স্লাইড এবং ইনসার্ট, ডিজাইন সম্পর্কে আলোচনা করেছি। পূর্বের পর্ব গুলো:
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ২
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৩
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৪
আজকে আমরা ট্রাঞ্জিসন ট্যাব এর অপশন গুলো নিয়ে আলোচনা করব। একটি স্লাইড থেকে আর একটি স্লাইড কি ইফেক্টের মাধ্যমে যাবে তাই এই ট্যাব এর অপশন গুলোর ব্যবহার। আপনি চাইলে বিভিন্ন স্লাইড এ বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। সেগুলোর সময়ও নির্ধারণ করে দেয়া যায়। কখন ইফেক্ট টি শুরু হবে এবং কখন তা শেষ হবে ইত্যাদি ইত্যাদি। আশা করি শিখে আপনাদের ভাল লাগবে।
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।
পরের পর্ব সমূহ :
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট - স্লাইড (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৬
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)