আস্ - সালামু ওয়া-আলাইকুম । টেকটিউস কেমন আছেন সবাই । আমি রকিবুল রনি আজ PowerPoint 2007 এবং PowerPoint 2010 এ কিভাবে - ২ টি, ৪ টি ,৬ টি, ৯ টি বা আপনার প্রয়োজন মত Multiple Slides এক Page এ Print করা যায় তা সবার সাথে শেয়ার করব ।
১। Microsoft Office symbol এ Click করুন ।
২। Drop down মেনু থেকে ,Print Click করুন । এর পরের pop-up মেনুতে আবার Print Click করুন ।
৩। Printer এর dialog box ওপেন হবে ।
৪। কি Print করবেন box ওপেন হলে : Print Slides Click করুন । (default হিসেবে 1 slide এক Page এ)
এবং এই Drop down মেনু থেকে Handouts সিলেক্ট করুন ।
৫। এখন Handouts section এর ডান পাশে Slides per page এ ২ টি, ৪ টি ,৬ টি, ৯ টি বা আপনার প্রয়োজন মত Multiple Slides সিলেক্ট করুন ।
৬। এবার Printer dialog box ওপেন হবে । এবার OK দিয়ে document টি print করান ।
১। File tab এ Click করুন ।.
২। Drop down মেনু থেকে ,Print Click করুন ।
৩। Settings এ , click the ২য় Drop down মেনুতে Click করুন এবং ৪ টি ,৬ টি, ৯ টি বা আপনার প্রয়োজন মত Multiple Slides layout সিলেক্ট করুন ।
৪। এবার Print Click করে document টি print করান ।
সবশেষে বলতে চাই , এই টা টেকটিউস এ আমার ২৭ তম টিউন । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ । আল্লাহ হাফেজ ।
আমি রকিবুল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।