আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
গত পর্বে আমরা Apply Slide Layout থেকে আমাদের পছন্দ মত একটি Slide নিয়ে ছিলাম আজ আমরা শিখব এই Slide কিভাবে ছবি/লেখা লিখতে হয় তার নিয়ম, তাহলে আসুন শিখে নিই।
প্রথমে Power Point প্রোগ্রাম চালু করুন।
প্রথমে টাইটেল বক্সে আপনার শিরোনাম লিখুন তারপর তারপর Insert Picture ক্লিক করে একটি ছবি নিন।
এখন আমরা সুন্দর এর জন্য একটি Design দিব, Designদিতে হলে Format মেনুতে ক্লিক করে Silde Design এ ক্লিক করে পছন্দ মত থিম (Themes) নির্বাচন করুন।
৩। তারপর Drawing টুলবার থেকে Text Box সিলেক্ট করে একটি বক্স আঁকব, নিচের মত করে, তারপর যে কোন ফন্ট নির্বাচন করে বাংলা/ইংরেজী কিছু লেখা লিখুন, যে গুলো আপনি প্রেজেন্টশন এ দেখতে চান, আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড এ লিখেও কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন।
এখন সেভ করতে File মেনুতে ক্লিক করে Save As ক্লিক করে একটি নাম দিয়ে সেভ করে রাখুন।
এবার সেভ করা Slide টি চালু করতে চাইলে File এ গিয়ে Open এ ক্লিক করে দেখুন কেমন হয়েছে।
ইনশাআল্লাহ আগামী পূর্বে কিভাবে স্লাইডে এনিমেশন এবং সাউন্ড দিতে হয় সে বিষয়ে আলোচনা হবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।