মাইক্রোসফট PowerPoint শিখি [পর্ব-০১] :: বেসিক ধারনা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

মাইক্রোসফট PowerPoint হল মাইক্রোসফট Corporation এ তৈরিকৃত একটি Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রদর্শণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয়। মাইক্রোসফট PowerPoint থেকে যে কোন ধরনের ডিজাইন তৈরি করা যায়, এবং কি মাইক্রোসফট PowerPoint অনেক সুন্দর সুন্দর Slide তৈরি করা যায়।

মাইক্রোসফট PowerPoint দ্বারা যে সকল কাজ করা যায় :
১। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোন বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয় |

২। কোন রিপোর্ট, প্লেন বা এ জাতীয় অন্যন্য বিষয়কে পাওয়ার পয়েন্টের উইজার্ড ব্যবহার করে অতি সহজে উপস্থাপনা করা যায় |
৩। তৈরিকৃত এ ধরনের রিপোর্ট প্লানকে Powerpoint Presentation Design এর ইফেক্ট দেয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের এফেক্ট দিয়ে মনোমুগ্ধকর ভাবে উপস্থাপনা করা যায় |

৪। সাধারন প্রজেক্টরে মাপমতো 35 mm সাইজের করে Slide তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায় |
৫। Powerpoint এ তৈরিকৃত বিভিন্ন রিপোর্টকে অন স্ক্রীনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করা যায় |
Slide শো করার সময় কোন বিষয়কে মার্ক করার জন্য Powerpoint এর ইলেক্টিক কলম ব্যবহার করা এবং স্পীকার নোট তৈরি করা ও যায়।

মাইক্রোসফট PowerPoint না শিখে বাড়ি যামু না !!
মাইক্রোসফট PowerPoint না শিখে বাড়ি যামু না !!

ইনশাআল্লাহ আগামী পূর্বে presentation এবং Slide সম্পর্কে ধারনা দেওয়া হবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সচিত্র হলে ভাল হবে। নতুনদের বুঝতে সুবিধা্ হবে। আমি নিজে একজন নতুন ব্যবহারকারী? Power point & Excell শিখতে চাই। সাহায্য করলে উপকৃত হব। ধন্যবাদ।
আমার ই-মেইল: [email protected]

    @fc: ধন্যবাদ সাথে থাকুন @ আমার সাইটটা দেখতে পারেন এক এক করে আস্তে আস্তে অফিস প্রোগ্রাম পুরো শেষ করব। (ইনশাআল্লাহ)

ভাই আশা করি Microsoft Office PowerPoint 2007 নিয়ে কাজ করবেন।
Thankyou.

    @Sajib Howlader: আপনাদের মতামতের উপর ভিত্তি করে টিউন গুলো শুরু করব। দেখি Microsoft Office PowerPoint 2007 দিয়ে শুরু করলে ভালো হবে নাকি Microsoft Office PowerPoint 2003 দিয়ে শুরু করলে ভাল হবে। (ইনশাআল্লাহ আশা আছে পুরো টিউন করব)

Level 0

আইডিয়াটা চমৎকার। তবে দেখার বিষয় কতটুকু ফলপ্রসূভাবে শিখা যাবে।
আপনাকে ধন্যবাদ।

    @yeakub73: সাথে থাকুন ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করে শিখাতে।

Level 0

ভাই Microsoft Office PowerPoint 2003 দিয়ে শুরু করলে ভাল হয়। ধন্যবাদ এগিয়ে যান।

    @mdarif: দেখি সবাই কি বলে Microsoft Office PowerPoint 2003 নাকি Microsoft Office PowerPoint 2007 সকলের মতামতের উপর ভিত্তি করে শুরু করব।

দারুন । আজ আমি আপনার ছাত্র হয়ে গেলাম । এই সফ্টের পুরো কোর্স না শেখালে কিন্তু ভাল হবেনা ।

    @মোঃ আসাদউল্লাহ আসাদ: আবার জিগায় পুরো কোর্স না শিখাইয়া যামু না 🙂

Vaia apnar ei uddog e besh bhalo laglo…niyomito apnar tune porbo tobe ekta e rqst plz course cmplt korben.ei je amader ajad vai excel er class start korechilen, bhalo e sikhchilam, hotat kore na jani ki holo tune kora bondho kore dilen. Apni plz erokom korben na.onk asha niye sikhchi, Sekha cmplt na hole r kichu sekhar iccha e thakbe na tai vaia plz plz course cmplt korben…satheei roilam…chaliye jan.

    @Raja Banerjee: অবশ্যই পুরো টিউন করব@ কারন একটু একটু কাজ করে করতে এবং স্ক্রীন শট নিয়ে কাজ করতে অনেক সময় লাগে তাই একটু দেরি হচ্ছে সাথে থাকুন ইনশাআল্লাহ সব গুলো টিউন করব @ অথ্যা পাওয়ার পয়েন্ট শেষ না করে যাচ্ছি না।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।