সর্বপ্রথম টেকটিউন পরিবারের সবাইকে আমার সালাম। আসসালামুয়ালাইকুম । যদিও আমি অনেক আগে থেকেই এই পরিবারের সাথে জড়িত অনেক সাহায্য এখান থেকে পেয়েছি তাই টেকটিউনসের সকল টিউনার কে জানাই অসংখ্য ধন্নবাদ। কিন্তু কোনও টিউন করতে পারিনি (কারন এখানে ছোটবড় সবাই কমবেশি অনেক বেশিই জানে),কিছু খুঁজেও পাইনি। তবে নিজেকে এই বিশাল পরিবারের একজন মনে করি, আর আজ একটা সুযোগ পেয়েছি বলেই লিখতে শুরু করে দিলাম।
মাফ করবেন অনেক কথা বলে ফেললাম, কি করবো??? প্রথম টিউনতো তাই...
যাইহোক এবার মূল কথায় আশি। আজ আমি যে টিউনটা করছি তা বেশির ভাগ সাহায্য করবে তাদের যারা Microsoft Power Point 2007-এ Presentation এর জন্য slideshow তৈরি করে থাকেন। অনেকে সেটা ভিডিও format –এ দেখতে চায় ( যেটা আমার প্রয়োজন ছিল) কিন্তু ২০০৭ এ ভিডিও format এর কোনও option আমি পাইনি তাই অনেক খুঁজে এই সফটওয়্যার টা পেলাম। যার দ্বারা যেকোনো format এর ভিডিও file এ আপনি আপনার presentation টাকে দেখতে পারবেন। এর নাম হচ্ছে “ Wonder share PPT2 Video Pro”.
এটা trail version, কিন্তু আমি আপনাদের activation code দিয়ে দিচ্ছি যার দ্বারা আপনারা full version করে নিতে পারবেন। নিচে আপনাদের সুবিধার জন্য কিছু ছবি দিলাম ।
অথবা
এইখান থেকে configure করতে পারেন আপনার পছন্দ আনুজায়ী
এখন আপনি আপনার fileটা কোথায় save করবেন তা দেখিয়ে দিন
এখন কিছুখন সময় নিবে file টা convert হতে
তারপর convert হয়ে গেলে কাজ শেষ। ব্যাস হয়ে গেল।
বিঃ দ্রঃ এটাই আমার প্রথম টিউন তাই যদি কোনও প্রকার ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই টিউন যদি অন্যকেউ করে থাকেন তার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।
download করার জন্য এখানে ক্লীক করুন " Wonder share PPT2 Video Pro "
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটা পড়ার জন্য। দেখা হবে আবার কখনও।
আমি Ni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MediaFire apner file blocked kore diye6e. Apni onno kono server e file ta upload korun.