পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ [পর্ব-০১] :: ব্যাকস্টেজ (অফিস মেন্যু) পরিচিতি

পাওয়ারপয়েন্ট ২০১০ শুরু থেকে শেষ

আসসালামু আলাইকুম।

আশা করি আপনারা সকলেই ভালো আছেন।

অনেক দিন থেকেই লিখব লিখব ভাবছি। বিভিন্ন কারনে হয়ে উঠেনি। তাই আজ অনেকটা প্রতিজ্ঞা করেই লিখতে বসলাম। ভাবতে অনেক ভালো লাগছে আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের তরুন সমাজ অত্যন্ত দ্রুতগতিতে অনলাইন চাকুরীতে নিজেদের অবস্থান করে নিচ্ছে। চারদিকে যেন রব উঠেছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, অনলাইন মারকেটিং সহ শতশত অনলাইন ভিত্তিক কাজের। এক্ষেত্রে অনেকেই সফলও হচ্ছে। তবে আমাদের দেশীয় চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলোতে চাকুরী নিতে হলে মাইক্রোসফট অফিসের কাজটা জানাই লাগে। সে লক্ষ্যেই আমরা যারা একবারেই নতুন পড়ালেখা শেষ করে চাকুরী নিতে যাব তাদের খানিকটা সহযোগিতার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট নিয়ে চেইন টিউন করার ইচ্ছায় আমার লিখতে বসা।আমি ২০১০ ভার্সন নিয়ে টিউন করব প্রতিটি প্রোগ্রামের শুরু থেকে শেষ অবধি। সাথে থাকবেন, উৎসাহ দিবেন যাতে লেখার শক্তি পাই।

অনেক কথাই লেখা হলো। মূল আলোচনায় আসি। আজ শুরুতে আলোচনা করবো মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট ২০১০ এর ব্যাকস্টেজ এর বিভিন্ন বিষয় নিয়ে।

ব্যাকস্টেজ মূলত কি?

আমরা যারা অফিস ২০০৩ ব্যবহার করেছি তারা File menu দিয়ে অনেক কাজ করেছি যেটা অফিস ২০০৭ এ পেয়েছি Office menu হিসেবে। অফিস ২০০৩ এর File menu, অফিস ২০০৭ এর Office menu ই হচ্ছে অফিস ২০১০ এর backstage.

মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্টের ব্যাকস্টেজ এ থাকে-

New, Open, Save, Save as, Info, Recent, Save and send,

Options, Close এবং Exit প্রভৃতি ফিচারগুলো।

পরবর্তী টিউনে এ সবগুলো ফিচারের বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথে থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোঃ সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

chalia jan vai !

Level 0

ধন্যবাদ Ashikur Rahman bhai. প্রতিদিন আসব নতুন টিউন নিয়ে। অফিস ২০১০ এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট তিনটাই করবো শুরু থেকে শেষ অবধি। আশা করি সাথে থাকবেন।

Level 0

Bhai, protidiner tune-er apekkhai roilam

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ২০১০ খুবই দরকারি একটা প্রোগ্রাম বাংলাতে অনলাইনে এরকম কোন কিছু পাওয়া যায় না । অনলাইনে অনেক খোঁজাখুজি করেও পাইনি। টিউনটি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ রয়লো। পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে সুন্দর প্রস্তাবনা রাখার জন্য। খুটিনাটি সকল বিষয় ও সম্পুর্ন তথ্যসহ ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ২০১০ এর সম্পূর্ন টিউন করব ইনশাআল্লাহ।সাথে থাকবেন সবসময় আশা রাখি।

Level 0

Thanks a lot….

Please carry on ……..We all are waiting for your next tune and thanx for nice tune.

খুব খুশি হব যখন দেখব আপনি নিয়মিতভাবে লিখে যাচ্ছেন, আপনার শেখানোর সফলতা আর আমাদের শেখার সফলতা দুটোই আসবে। কয়েকটা ব্যাপার খুব খেয়াল রাখবেন
এই বিষয়ক কোন মানসম্মত টিউন এখনো পরিপূর্ণতা পায়নি।
সবাই মাঝপথে থমকে যায় কারন কমেন্ট না পেলে লেখক বিরক্ত বোধ করেন, হতাশা থেকে লেখা বন্ধ করে দেন, মনে রাখবেন এটা টেকটিউন্স, আপনার লিখা লক্ষ মানুষ পড়বে, শিখবে। কাজটা কিন্তু নিতান্তই সোয়াব এর কাজ। আপনি তো পয়সা নিচ্ছেন না তাইনা! তাই বলছি আমাদের প্রতি যে ভালোবাসা নিয়ে লিখতে এসেছেন, তা ধরে রাখুন, কমেন্ট পান আর নাই পান, কেও ভালো বলুক আর খারাপ বলুক… শুধু লিখে যান… শুভকামনা ও দোয়া রইলো…

Level 0

ধন্যবাদ নওশাদ সাইফ আপনাকে। আপনার কোটেশান “এই বিষয়ক কোন মানসম্মত টিউন এখনো পরিপূর্ণতা পায়নি” এই অপূর্নতা থেকেই আমার লিখতে বসা। পূর্নতা দিব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন আশা রাখি।

    @Md. Saiful: আমি নওশাদ ভাইয়ের সাথে একমত সুন্দর টিউন করলে তা অনেক দিন পর্যন্ত কাজে লাগে তা এখন এর মর্ম না বুঝলেও দরকারের সময় শুধু কপাল চাপড়াই আর বলে এ বিষয়ে কি নেটে লেখার কেও নেই নাকি দেশের কেও কি জানে না নাকি? সাইফুল ভায়ের সাথে থাকব আশা করি শুরু থেকে শেশ পর্যন্ত।

আমার কাজে লাগবে। অন্য পর্ব গুলো খুব ভালো হয়েছে। ধন্যবাদ।

আমিও শিখতে চাই প্রেজেন্টেশন।
আপনার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।