Ξভিডিও টিউনΞ পাওয়ার পয়েন্ট এ্যানিমেশনে নিজের কথা যুক্ত করুন [পর্ব-০১]

প্রেজেন্টেশনকে আরো আকর্ষনীয় করার জন্য পাওয়ার পয়েন্ট এ্যানিমেশনের সাথে নিজের কথা যুক্ত করুন।

এখানে সনি সাউন্ড ফোর্জ  ৭.০ সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে আপনার চাইলে যে কোন ভয়েস রেকির্ডিং সফটওয়্যার দিয়ে কথা রেকর্ড করতে পারবেন।

তবে ফাইলটি Save সেইভ করার সময় অবশ্যই  .wav ফরমেটে থাকতে হবে।


এ বিষয়ে জানতে মন্তব্য করুন।

সময় থাকলে ঘুরে আসুন http://www.sardarsir.com

Level 0

আমি সর্দার স্যার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরদার স্যার সর্বপ্রথমেই অনেক ধন্যবাদ টিউনের জন্য । প্রথমেই জানতে চাই আপনার এই ভিডিওটিতে চমৎকার ভয়েস শুনতে পাচ্ছি । অর্থ্যাৎ কোন নয়েজ নেই। নয়েজ বিহিন ভয়েস রেকর্ডিং করতে আপনি কোন মাইক্রোফোন ব্যবহার করেছেন। তার দাম ও মডেল নাম্বারটা জানতে চাই। একহাজার টাকা দিয়ে এফোরটেক এর একটি হেডফোন কিনেছিলাম শুধুই একটু নয়েজ বিহীন ভাবে ভয়েস রেকর্ড করতে কিন্তু শান্তি পাচ্ছিনা। তাই ভয়েস রেকর্ডিং করতে কি মাইক্রোফোন ব্যবহার করেছেন তা জরুরী ভিত্তিতে বিস্তারিত জানান আর টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ https://www.youtube.com/watch?v=E6XY-veoB-w

Level 0

শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দেরিতে আপনার উত্তর দেবার জন্য। পারিবারিক একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে নেট বুকটা নিয়ে যাইনি ইচ্ছা করেই, ব্যস্ত থাকতে হয়েছে বেশ। আপনার উপস্থাপনা চমৎকার ও মজাদার লিখলে ভাল করবেন নিশ্চিত। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমি Logitech h 230 মডেলের মাইক্রোফোন ব্যবহার করেছি। এটিতে নয়েক রিডাশকশ অপশন আছে। আপনার সাউন্ড হয় নাকি নয়েজ হয়? আপনি নেটবুক/ল্যাপটপ/ডেক্সটপ ইউজ করেন? প্রশ্নগুলো এজন্য করছি যে আমার নয়েজ নিয়ে এক্সেপেরিয়েন্সগুলো শেয়ার করতাম। আপনার ফেসবুক লিংকটা দেয়া যাবে? ভাল লেগেছে আপনাকে। ভাল থাকবেন।