আজকে আমি পরিচয় করিয়ে দিবো একটি সফটওয়ারের সাথে যার নাম ডেইলি কালেকশন সফটওয়ার। এটি ব্যাংকিং সফটওয়ারের মত একটি সফটওয়ার। এটি দিয়ে একাউন্ট খোলা, কোন গ্রাহকের ডেইলি রিসিভ বা পেমেন্ট এর হিসাব করা এবং প্রত্যেক গ্রাহকের লেনদেন স্টেটমেন্ট আকারে শো করা যাবে। স্টেটমেন্ট পিডিএফ ইনভয়েস আকারে গ্রাহকের মেইলে সেন্ড বা প্রিন্ট করে দেয়া যাবে। প্রতিটি গ্রাহকের পেমেন্ট বা রিসিভ ডেট সহ এবং গ্রাহকের out standing ব্যালেন্স জানা যাবে। এই সফটওয়ার যাদের জন্য উপযোগী-
এর ব্যবহার নিচে দেয়া হলো।
১) যাদের বিকাশ/রকেট, ফ্লেক্সি বা মোবাইলের দোকান দোকানের দৈনন্দিন হিসাব এবং বাকি বা এডভান্সের হিসাব রাখতে হয় তাদের জন্য উপযোগী।
২) যাদের সমিতি বা দৈনিক/মাসিক কালেকশন বা পেমেন্ট এর হিসাব রাখতে হয় তাদের জন্য উপযোগী।
৩) স্কুল কলেজ কিন্ডার গার্ডেন এর ছাত্র ছাত্রী, শিক্ষকদের বেতন হিসাব রাখার জন্য উপযোগী।
৪) ছোট গার্মেন্টস বা ছোট প্রোডাক্ট এর দোকান, যাদের প্রতিদিন ক্রয় বিক্রয় এর হিসাব রাখতে হয় এবং মাস শেষে out standing ব্যালেন্স জানা দরকার, তাদের জন্য উপযোগী।
খুব সহজ ইউজার ফ্রেন্ডলী একটা সফটওয়ার।
ফজলে রাব্বী তমাল
হোয়াটস এপ ০১৯১২৩৮৪৭৭৮
আমি ফজলে রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nil