Doing Math in MS Excel – পর্বঃ ০১

অনেকদিন পরেই আসা হলো টেকটিউনস পরিবারে। মাঝে বেশ অনেকটা সময় কেটে গেছে।

কান ধরে (যদিও দেখা যাচ্ছে না) কথা দিলাম যে এখন থেকে বেশ দায়বদ্ধতা নিয়ে টেকটিউনসে টিউন ও সহায়ক ইউটিউব ভিডিও টিউটোরিয়াল গুলি নিয়মিত তৈরি করব।

তো, শুরু করছি এমএস(মাইক্রোসফট) অফিস এর এক্সেল স্প্রেডশিট সম্পর্কিত টেকটিউনস এ আমার প্রথম পর্বঃ -

এটা আমরা কম আর বেশি সবাই জানি যে এক্সেলকে বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার। দৈনন্দিন জীবনে এর যে রয়েছে ব্যাপক গুরুত্ব তা আর বলার অপেক্ষা রাখে না। ডকুমেন্ট সংরক্ষন ও বিশ্লেষণ করতে এর জুরি মেলানো সত্যিই অনেক ভার।

পাশাপাশিঃ

  • বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করা
  • বাজেট প্রণয়ন করা
  • ব্যাংক ব্যবস্থাপনার যাবতীয় কাজে
  • উৎপাদন ব্যবস্থাপনার কাজে
  • বেতন হিসাব তৈরী করতে এর অনেকভাবে ব্যবহার হয়ে আসছে।

আর সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে আমাদের তৈরিকৃত এই ভিডিও (নিম্নে উল্লেখিত) টিউটোরিয়ালটি আপনার এমএস(মাইক্রোসফট) এক্সেল সম্পর্কিত বেসিককে আরও মজবুত করতে সহায়তা করবে।

যারা একদমই নতুন বা মোটামুটি এক্সেল কি বা এটি দ্বারা কি কাজ করা হয় বা যায় সম্পর্কিত ধারণা আছে তারা খুব সহজেই তাদের অংক বা Math (যোগ, বিয়োগ, গুন ও ভাগ) সম্পর্কিত সমস্যাগুলির সমাধান সহজেই করতে পারবেন।

এখানে একদম প্রাথমিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করে হয়েছে যে Operator কি? Formula কিভাবে গঠন করতে হয়, কোন Cell এ কিভাবে Value বসিয়ে Operation করা যায় এবং একবার এসব করে রাখতে পারলে কিভাবে তা পরবর্তীতে সাহায্যকারী হয়ে উঠে সহ ইত্যাদি।

অনেকেই আছেন যারা সঠিক সময়ে এই টেকনোলোজি সংশ্লিস্ট বিষয় উপর গুরুত্ব দেননি বলে বর্তমানে বাস্তবিক জীবনের বিভিন্ন জায়গায় অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার মধ্যে Official Life অন্যতম।

কাজেই আমি বলল সময় থাকতে এই বিষয়গুলির উপর বিশেষভাবে নজর দিন, যেটা আপনার Professional Life এ অনেক বেশি সহায়তা করবে।

অনেকেই বলেন থাকেন যে ঠিক কোন সময় থেকে এই Skill Development সম্পর্কিত বিষয় গুলির উপর নজর দেয়া উচিৎ? সেক্ষেত্রে আমি বলব যে "অনার্স জীবনের শুরুতেই এই বিষয়গুলির লক্ষ্য রেখে সময় উপযোগী প্রোগ্রাম গুলির উপর ধীরে ধীরে দক্ষতা নিয়ে আসা ও একাধারে বৃদ্ধি করা" যাতে করে ৪ বছর মেয়াদি অনার্স জীবনে এটি খুব ভালো করেই শিখতে পারেন ও পরবর্তীতে কাজে লাগাতে পারেন। কারণ এটিই সর্বোত্তম সময়। এখন বুঝেশুনে ঠিক যেটাই শিখবেন পরবর্তীতে ঠিক সেটাই উপকারে আসবে।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলে লাইক দিয়ে বেল আইকনে ক্লিক করবেন (এটা আপনার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটির নোটিফিকেশন পেতে সাহায্য করবে) এবং টিউমেন্ট ও সাবসস্ক্রাইব করে শেয়ার করবেন।

আমাকে ফেসবুকে পেতেঃ অমিত সকার অলক

পরবর্তী টিউটোরিয়াল গুলি পেতে চোখ রাখুনঃ ইউটিউব, ফেসবুক, টুইটার, গুগল+

Level 2

আমি অমিত সরকার অলক। Officer (HR & Admin), CGICL, AGI, Motijheel, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Executive Officer, Human Resource & Administration at Financial Division, Anwar Group of Industries. Intern (Former), Group HR at Anwar Group of Industries. Pursued PGDHRM at Bangladesh Institute of Management. Studied MBA in HRM & BBA in Management from BSMRSTU. Previous Degrees obtained from the different educational institutes of Bangladesh. Published...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস