আমরা যারা ছাত্র বা ব্যাচেলর এবং মেসে কিংবা বাসায় থাকি মিল কাউন্ট সিস্টেমে তাদের জন্য আমি বানালাম মাইক্রোসফট এক্সেলের এই 'মিল ক্যালকুলেটর' মেস কিংবা হোস্টেলে থাকলে বাধ্যতামূলক ভাবে ম্যানেজারি হিসাব নিতে হয়। তাই ম্যানেজারি হিসাব কে সুষ্ঠ এবং সহজ করতে এই শীট তৈরি করা। আগেও অনেকের বানানো শীট দেখেছি কিন্তু অধিকাংশ শীট গুলোর মধ্যে অনেক প্রয়োজনীয় অংশ পাইনি। তাই ভাবলাম এবার নিজের মনের মত করে একটি বানিয়ে ফেলি।
ক্যাপাসিটিঃ সর্বোচ্চ ৩০জন মেম্বার। এই শীটের মাধ্যমে আপনি সর্বোচ্চ ৩০জন মেম্বারদের হিসাব বের করতে পারবেন।
বৈশিষ্ট্যঃ
ব্যবহারঃ
যাদের এক্সেল ব্যবহারের পুর্ব ধারনা রয়েছে তারা জানেন এটি খুবই সহজ। প্রতিদিন শুধু মেম্বারদের মিল গুলো লিখে রাখবেন এবং মেম্বারদের জমার পরিমাণ এবং বাজার ও অন্যান্য খরচগুলো শুধু বসিয়ে দিবেন ব্যাস এতেই কাজ শেষ। সহজেই খরচ-পাতি সব ক্যালকুলেট হয়ে কার কত দেনা পাওনা আছে দেখিয়ে দিবে। কম্পিউটার বা মোবাইল দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন এই শীট। এ জন্য আপনার কম্পিউটার বা মোবাইলে থাকতে হবে Microsoft Excel সফটওয়্যারটি। এছাড়া আমি শীটের মধ্যে ব্যবহার প্রণালী লিখে দিয়েছি।
প্রয়োজনীয় নোটঃ
বাকি জিনিস ফাইলটি ওপেন করলেই বুঝতে পারবনে। খুব সহজ এবং সিম্পল। কাজের সুবিধার্থে জুম ইন/আউট করে কাজ করবেন।
ডাউনলোডঃ
মাত্র ২৭ কিলোবাইটের এই এক্সেল শীট'টি ডাউনলোড করুন এখান থেকে -
আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।
New Download Link:
http://www.mediafire.com/file/7eyldpvvozrtkcl/Meal_Calculator_by_Mh.Sojib_-_LC.xlsx