MS Excel -এ যেকোনো টাকার এমাউন্টকে কথায় রুপান্তর করুন VBA কোড ইউজ করে। উদাহরনঃ ১০০ লিখলেই হয়ে যাবে One Hundred !! বিস্তারিত টিউন।

—————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ———————

প্রিয় টেকটিউন ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট অফিস এক্সেল-এর অতি গুরুত্বপূর্ণ একটি ফর্মুলাঃ এম.এস. এক্সেল ইন ওয়ার্ড ভি.বি.এ কোড-এর বিষয়ে কিছু আলোচনা নিয়ে।

প্রিয় টেকটিউন ভিউয়ার্স প্রথমেই জেনে নেয়া যাক এম.এস. এক্সেল-এর এই ভি.বি.এ কোড কি? এবং ভি.বি.এ কোড আমাদের কি সুবিধা দিয়ে থাকে এবং কেনই বা আমরা এই ফরমুলা এম.এস. এক্সেল-এ ইউজ করব?

প্রিয় ভিউয়ার্স প্রথমেই জেনে নেই ভি.বি.এ কোড কি? ভি.বি.এ কথাটি হচ্ছে এম.এস. এক্সেল-এর একটি শর্ট নেম। এর সম্পূর্ণ ভাবানুবাদ হচ্ছেঃ ভার্চুয়াল বেসিক এপ্লিকেশন। এখন আমরা জানব যে এই এম.এস. এক্সেল-এর ভি.বি.এ কোড আমাদের কি কাজে দেয়। ভিউয়ার্স আমরা অনেকেই আছি যারা বাসায় বা অফিসে এম.এস. এক্সেল-এ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য {ইনভয়েস} যেমনঃ বিল,ভাউচার,চালান,টাকার রশিদ, ক্যাশ ম্যামো ইত্যাদি তৈরি করে থাকি। তো এই প্রত্যেক কাজের জন্য আমাদের মোট টাকার অংকের সাথে কথায় লিখতে হয়,যা কিনা মোটামুটি আমাদের সময় অপচয় করে। কিন্তু আমরা যদি এইসব বিল/ভাউচার এম.এস. এক্সেল-এ ভি.বি.এ কোড ইউজ করে তৈরি করি, তাহলে খুব সহজে মাত্র ২-৩টি ক্লিক করার মাধ্যেমেই আমাদের টাকার সংখ্যা কথায় রুপান্তর হয়ে যাবে।

এখন কথা হচ্ছে আমরা কিভাবে এম.এস. এক্সেল-এ ভি.বি.এ কোড ইউজ করব?

  • এজন্য প্রথমেই আপনাদের পিসি থেকে একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে।
  • এক্সেল ফাইল ওপেন হবার পর আপনাদের কি-বোর্ড থেকে Alt + F11 কী প্রেস করে ভি.বি.এ উইন্ডো ওপেন করতে হবে।
  • ভি.বি.এ উইন্ডো ওপেন হবার পর ইনসার্ট-এ ক্লিক করে মুডুল-এ ক্লিক করতে হবে।
  • ভি.বি.এ উইন্ডো-তে মুডুল ওপেন হবার পর আমাদের কিছু কোড মুডুল-এ লিখতে হবে এবং তখন আমাদের টাকার বা যেকোনো সংখ্যা কথায় রুপান্তর হবার জন্য একটি ফরমুলা তৈরি হয়ে যাবে।

প্রিয় ভিউয়ার্স আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন জেগেছে যে, এক্সেল ফাইল-এর মুডুল-এ কি কোড লিখতে হবে?

এইক্ষেত্রে আমি আপনাদের বুঝার সুবিধার জন্য যে, কিভাবে খুব সহজেই আপনারা এম.এস. এক্সেল-এ ভি.বি.এ কোড ইউজ করবেন তার উপর ভিত্তি করে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি।আশা করি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই আপনারা খুব সহজে এম.এস. এক্সেল-এ ভি.বি.এ কোড ইউজ করতে পারবেন।

এম.এস. এক্সেল-এ ভি.বি.এ কোড ইউজ করার বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখুন

আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন

পরিশেষে বলতে চাইঃ আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার এই টিউন-এ যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা আমার উপস্থাপনায় আমি কোনো ভুলকিছু লিখে থাকি তাহলে, সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই আমার ভুলগুলোকে ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই পরবর্তী টিউন দেখার আমন্ত্রন জানিয়ে আমি আপনাদের কাছ হইতে বিদায় নিচ্ছি আল্লাহ্‌-হাফেজ।

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

V B A code কোড কোথায়??????????????????????

টেকটিউন নিতিমালা অনুযায়ী আমার টিউন-এ সরাসরি কোনো লিংক দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুক্ষিত। তবে আমার ভিডিও ডিসক্রিপশনে সমস্ত ফাইল ও VBA কোড-এর ফাইলগুলো জিপ করে ডাউনলোড লিংক দিয়েছি। আপনি বা অন্য সব ভাইয়েরা কস্ট করে আমার ভিডিও ডিসক্রিপশন-এর ডাউনলোড লিংক হইতে VBA কোড এবং এক্সেল ফাইল ডাউনলোড করে নিতে পারেন।