আসসালামু আলাইকুম। Excel VBA বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম।
গতকাল আমি দেখিয়েছিলাম, কিভাবে Excel Visual Basic Code-এর মাধ্যমে অটোমেটিক্যালি Row Insert করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আজ আমি Excel VBA দিয়ে কিভাবে অনেকগুলো Excel Workbook থেকে একটি Workbook-এ Data কপি করা যায়, তা নিয়ে আলোচনা করবো।
আমরা যারা Excel-এ কাজ করি, তাদেরকে মাঝে মাঝেই Compile করতে হয়, কিন্তু Manually প্রত্যেকটি Excel Workbook Open করে করে তা আবার Master Excel Workbook এ কপি করাটা অনেক সময় সাপেক্ষ ব্যপার। কিন্তু আমরা Excel এর VBA Code দিয়ে অতি সহজে এবং খুব দ্রুত এই কাজটি করতে পারি।
এর জন্য আমাদেরকে শুধুমাত্র একটি ফোল্ডারে সবগুলো ফাইল রাখতে হবে, তারপর Excel VBA Code-টি রান করলেই ওই ফোল্ডারে থাকা সব Excel Workbook-এর ডাটা আমাদের মাষ্টার ফাইলে কপি হয়ে যাবে, এতে আমাদের কোন ফাইল ওপেন করতে হবে না!
Interesting না!
তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি দেখি।
আপনাদের মতামত অবশ্যই টিউমেন্টস করে জানাবেন।
আমি আসিফ ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।