Excel VBA: কিভাবে একটি এক্সেল ফাইলকে ওপেন না করে-ই অন্য এক্সেল ফাইলে ডাটা কপি করা যায়।

আসসালামু আলাইকুম। Excel VBA বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম।

আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম, কিভাবে Excel Visual Basic Code-এর মাধ্যমে অটোমেটিক্যালি Row Insert করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আজ আমি Excel VBA দিয়ে কিভাবে একটি Excel Workbook  -কে ওপেন না করেই ঐ Workbook থেকে Data কপি করে অন্য আর একটি Workbook এ নিয়ে আসা যায়।

আমি একজন ব্যাংকার, তো আমাদের ব্যাংকের সব শাখা থেকে প্রতি মাসেই Statement আসে, তারপর সেগুলোকে আমারা আমাদের Excel Workbook এ নিয়ে আসতে হয়। তো Manually এই কাজটা করা অনেক সময় সাপেক্ষ। তারপর আমি Excel VBA এই কাজটা করা শুরু করি, এতে আমার অনেক সময় বেঁচে যায় এবং অনেক সহজে কাজটা করা যায়।

আসলে আমরা যারা Excel এ কাজ করি তাদের জন্য এটা খুব-ই দরকারি একটা টিউটোরিয়াল।

এই ভিডিওতে আমি খুব ছোট পরিসরে কিছু ডাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটাকে আরো অনেক Wide range-এ ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে আসি।

ভিডিও দেখার পর কারো যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আর YouTube  Description –এ টিউটোরিয়েলের ফাইলটি দেয়া আছে।

ধন্যবাদ সবাইকে।

ভিডিও লিংকঃ

Level 0

আমি আসিফ ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে।

আ‌সিফ ভাই, আমার ম‌নে হয় আপনার ভি‌ডিও টা যখন তৈ‌রি কর‌বেন তখন জুম ইন বাটন টা ব্যবহার কর‌লে ভাল হয়।