EXCEL এর সুত্র ব্যবহারের পূর্বে আমরা যারা এক্সসেল সমন্ধে কিছু জানি না, একবার জেনে নেবো কিভাবে এক্সসেলে সুত্র প্রয়োগ করা হয়। তার জন্য -প্রথমে Excel ওপেন করতে হবে, এরপর যে CELL (Sheet-র এক একটি ঘরকে Cell বলে) এ উত্তর পেতে চান, সে Cell টিকে সিলেক্ট করে নিন, এবং এরপর = (সমান চিহ্ন) টাইপ করার পর নিম্ন ফর্মুলা গুলি ব্যবহার করুন। এক্সেলমাইক্রোসফট এক্সেল মাইক্রোসফটের একটি স্প্রেডশীট প্রোগ্রাম যার মাধ্যমে খুব সহজেই অনেক বেশি উপাত্তসমৃদ্ধ তথ্য ব্যবস্থাপনা করা যায়। উইকিপিডিয়ার মতে, স্প্রেডশীট হল এমন এক ধরণের কম্পিউটার এপ্লিকেশন যা আভ্যন্তরীণ সূত্রের মাধ্যমে টেবিল পদ্ধতিতে তথ্য ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। সাধারণত দুইটি দিক বিবেচনা করে এই পদ্ধতি পরিচালিত হয়। একটি হল র’ আর অপরটি কলাম। এক্সেলও হল এমন একটি স্প্রেডশীট প্রোগ্রাম। এর মধ্যে উপাত্তসমূহ প্রবেশ করানোর জন্য স্বয়ংক্রিয়ভাবেই টেবিল তৈরি করা আছে। এবং টেবিলের এই সকল ঘরে উপাত্ত প্রবেশ করিয়ে তথ্যকে সূত্রের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়। এতক্ষন যা বললাম তার সবটাই গ্রন্থগত ভাষা।
তাহলে EXCEL Formula গুলো ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
যারা ওয়েব ডেভলেপমেন্ট বই চানা তারা বইগুলো ডাউনলোড করুন এখান থেকে।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে Bangla Ebooks Download ক্লিক করুন।
বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।
ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।
আমার আরো কিছু প্রয়োজনীয় টিউনঃ
আমি টেকি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজে আসবে…