Ms Excel এ শেয়ার বাজারের পোর্টফলিও মেইন্টেইন করে লাভ লোকসান বের করুন অতি সহজে (ভিডিও টিউটোরিয়াল)।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। ভাল থাকুন এই আশাই করি সব সময়

 

ফেইসবুক, ভাইবার, হোয়াটসাপ, বন্ধ করে দেওয়াতে অনেকে হয়তো ইউজ করতে পারছেন না কিন্তু আমি নিশ্চিত যারা টেকটিউনসের সাথে জড়িত তারা সবাই ফেইসবুক ইউজ করছে, কারন টেকটিউনস এমন একটি ফ্লাটফরম যার সান্নিধ্যে আসলে আপনি এক্সপার্ট না হয়ে পারবেন না, তাই যে দিন থেকে টেকটিউনসের সাথে আছি সে দিন থেকে কোন সমস্যা কে আমার সমস্যা মনে হয়নি। যখন যা চেয়েছি তা পেয়েছি।

অনেকক্ষন বক বক করলাম এই বার কাজের কথায় আসি

শেয়ার মার্কেট নিয়ে কিছু কথা

অনেকের মনে করেন শেয়ার ব্যাবসা মানে অতি অল্প সময়ে শর্টকাটে পথের ফকির হওয়া, এটা মনে হবার এ কথা কারন বাংলাদেশের শেয়ার মার্কেট অবস্থা এমনি। এটার নিয়ন্ত্র এখন ক্ষমতাধর কিছু মানুষের হাতে।

তারপর ও আপনি যদি বুঝে শুনে এই ব্যবসার পরিপূর্ণ জ্ঞান অর্জন করে করতে পারেন তাহলে এটা অনেক মজার ও হালাল ব্যবসা। অতি অল্প সময়ে যেমন পথের ফকির হওয়া সহজ তেমনি রাতারাতি আংগুল ফুলে কলা গাছ হয়াও কঠিন কোন ব্যপার না।সে জন্য আপনাকে সঠিক ভাবে আপনার পোর্টফলিও ম্যাইন্টেইন করতে জানতে হবে। প্রতিটা কোম্পানির অডিটেট রিপোর্ট ভাল ভাবে বুঝতে হবে।

সরি বেশি বকবকানি হয়ে গেল, ক্ষমা করবেন।

আজ আমি আপনাদের জন্য কিভাবে অতি সহজে এম এস এক্সেল এ আপনার ডেইলি পোর্টফলিও মেইন্টেইন করবেন তা নিয়ে একটা বেসিক টিউটোরিয়াল তৈরি করেছি, এটা দিয়ে আপনি আপনি scrip wise(share wise) লাভ লোকসান বের করতে পারবেন।এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল, এবং এটি একেবারে ব্যসিক ল্যাবেলের,তাই আপনাদের যদি এটা মনপুত হয় তাহলে ভবিষ্যতে এডভান্স টিউটোরিয়াল তৈরি করবো ইনশাল্লাহ।

ভিডিও এর ব্যাপারে কোন প্রশ্ন থাকলা YouTube এ comments করবেন। আর ভাল লাগলে লাইক করতে ভুলবেন না।

ভাল থাকবেন সবাই

ফেইসবুকে আমি

আমার ফেইসবুক পেইজ

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মুখের ভয়েস বিহিন টিউটোরিয়াল, এটা কি করেছেন…? এরকম টিউটোরিয়াল বুঝবে এডভান্স লেবেলের লোকেরা। বিগিনার দেরজন্য এধরনের টিউটোরিয়াল করা উচিত নয়।