সবাইকে সালাম জানিয়ে শুরু করছি, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন সেই দোয়াই করি। আমার টিউন-টা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যদি কারো উপকারে লাগে সেই উদ্দেশ্য নিয়েই টিউন-টা করলাম। আর যাই করেন ভাই কেউ মন খারাপ করে আমাকে গালিগালাজ করবেন্না প্লীজ। আর কারো মন মত এক্সেল সীট লাগলে আমাকে জানাবেন করে দিব ইন-শাহ-আল্লাহ। আর কারো কাছে আমার এই কাজটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, তাহলে সামনে টিউন করতে আগ্রহ পাবো। তাহলে এবার শুরু করি।
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সামনে আরো দিবো।
আপনাদের যা করতে হবে।।
ফাইল টি নামিয়ে নিন এখানে থেকে
আজকের মত এই পযন্তই, দেখা হবে আগামি কোন টিউনে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
আমি এহসানুল হক হাছান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা Woksheet এ PivotTable আছে, যা Data বসার পর প্রতিদিন Update হয় অন্য Worksheet এ। এর জন্য Refresh করা লাগে। এই Refresh টা কি কোনও Button দ্বারা সম্ভব? যেহেতু আমি চাই, PivotTable Woksheet টা সবসময় Hidden রাখতে। VBA use না করলে আমার জন্য সুবিধা হয়, করলেও ক্ষতি নাই।