আমার বানানো একটা পার্সোনাল এটেন্ডেন্স সীট, ডাউনলোড করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন সেই দোয়াই করি। আমার টিউন-টা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যদি কারো উপকারে লাগে সেই উদ্দেশ্য নিয়েই টিউন-টা করলাম। আর যাই করেন ভাই কেউ মন খারাপ করে আমাকে গালিগালাজ করবেন্না প্লীজ। আর কারো মন মত এক্সেল সীট লাগলে আমাকে জানাবেন করে দিব ইন-শাহ-আল্লাহ। আর কারো কাছে আমার এই কাজটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, তাহলে সামনে টিউন করতে আগ্রহ পাবো। তাহলে এবার শুরু করি।


আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সামনে আরো দিবো।

আপনাদের যা করতে হবে।

 

 

  • মাস শেষে মাস-টা চেইঞ্জ করে দিতে হবে, যেমনঃ এখন হলো ০১-১০-১৫, আপনি পরবত্তি মাসে এটাকে ০১-১১-১৫ করে দিবেন।
  • এখানে ডিফল্ট ইন-টাইম ০৯ঃ০০ঃ০০ টা দেওয়া আছে, এরপর ইন করলে লেট কাউন্ট করবে, আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে পরিবত্তন করে নিবেন।
  • ইন-টাইম ঘরে টাইম লিখতে হবে এইভাবে
    (৮ঃ৫০ঃ০০)।
  • যদি সরকারি ছুটি থাকে তাহলে H লিখবেন।
  • Leave থাকলে SL অথবা CL লিখবেন।
  • Write your salary here এই ঘরটাতে আপনার salary লিখুন তাহলেই জানতে পারবেন আপনি কতদিনের salary পাচ্ছেন, আর কত দিনের কাটা হয়েছে/কত কাটা হয়েছে।
  • আর বাকিসব ফাইলটা ডাউনলোড করলেই বুযবেন।

ফাইল টি নামিয়ে নিন এখানে থেকে

আজকের মত এই পযন্তই, দেখা হবে আগামি কোন টিউনে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

Level 0

আমি এহসানুল হক হাছান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা Woksheet এ PivotTable আছে, যা Data বসার পর প্রতিদিন Update হয় অন্য Worksheet এ। এর জন্য Refresh করা লাগে। এই Refresh টা কি কোনও Button দ্বারা সম্ভব? যেহেতু আমি চাই, PivotTable Woksheet টা সবসময় Hidden রাখতে। VBA use না করলে আমার জন্য সুবিধা হয়, করলেও ক্ষতি নাই।

দারুন জিনিস। এমন একটা সীট অনেক দিন ধরে খুজছিলাম।

– – –
যে কোন বাংলা ইবুক পেতে বাংলা ইবুক পিডিএফ Bangla Ebooks PDF ঘুনে আসুন

ভাল লাগল @ আরো চাই

অনেক সুন্দর হয়েছে ্‌, ্‌্‌্‌্‌্‌

যে কোন ধরনের পন্য কেনা বেচা করার জন্য http://www.shopingmol.com ব্যবহার করুন

Level 0

খুব কাজের একটা জিনিস। ভাই সমস্যা হল, ১৫ তারিখ এর পর থেকে তো ফর্মূলা আর কাজ করতেছে না। আর তারিখ চেঞ্জ করলেও একই সমস্যা। আশা করি সমাধান দিবেন।

    ভাই এটা আপটুডেট অনুযায়ী কাজ করবে! আজকে তো ১৫ তারিখ তাই ১৫-তারিখ পযন্ত কাজ করতেছে, কালকে ১৬ তারিখ-টা দেখবেন কাজ করবে! ধন্যবাদ

Level 0

প্রিয় এহসান ভাই, ফাইলটা কি ড্রপবক্স থেকে সরিয়ে ফেলেছেন?

এহসান ভাই, ফাইল টা নাই সম্ভবত। আবার লিংক দিন দয়া করে।