আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি এ সাইটে আমার ১ম টিউনটি টিউন করব। কেমন হলো টিউমেন্ট করে জানিয়ে দিবেন, এতে আমি আমার কাজের ধারা অব্যাহত রাখতে পারব।
আজ আমি আপনাদের মাঝে মাইক্রোসফট এক্সেল এর একটি প্রয়োজনীয় ফিচার নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল এর বড় বড় ফাইল বা ডকুমেন্ট তৈরি করতে হয়। যেমন ধরুন কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নাম, রোল, রেজি. মার্কস, জিপিএ ইত্যাদির একটি পূর্নাঙ্গ শীট। উক্ত ডকুমেন্ট আমরা নিচের চিত্রের মতো টাইটেল দিয়ে থাকি।
যদি ছোট কোনো ডকুমেন্ট হয় অর্থ্যাৎ যদি ডকুমেন্টটির পেজ সংখ্যা ১ হয় তাহলে সহজেই উপরের টাইটেল দেখে দেখে কোন কলামে কি ইনপুট করতে হবে তা বুঝা যায়। কিন্ত যদি ডকুমেন্টটির পেজ সংখ্যা অধিক হয় তবে কাজ করতে করতে এক সময় পেজটির একেবারে নিচে চলে যাওয়ার ফলে বা পেজটি নিচের দিকে Scroll করার ফলে উপরের টাইটেলটি অদৃশ্য হয়ে যায়। যার ফলে কোন কলামে কি ইনপুট করতে হবে তা বুঝা যায়না অর্থ্যাৎ এর ফলে আপনি Roll No এর কলামে হয়ত Registration No লিখে ফেলতে পারেন। তাই এ প্রকারের সমস্যা থেকে পরিত্রাণের জন্য মাইক্রোসফট এক্সেলে রয়েছে এক চরম ফিচার। যার নাম “Freeze Panes”।
এ জন্য যে কাজটি করতে হবে তা হল- টাইটেল এর রো টি সবসময় Show করিয়ে রাখার জন্য প্রথমে যে রো টি Show করে রাখতে হবে তার পরের রো টি সিলেক্ট করুন। আমি ১ নং রো টি Freeze করতে চাই তাই ২নং রো টি সিলেক্ট করলাম।
এরপর View মেনু থেকে Freeze Panes এর ক্লিক করুন। এরপর Freeze Panes এ ক্লিক করলেই আপনি যে রো টি সিলেক্ট করেছেন তার উপরের সবগুলো রো Freeze হয়ে যাবে। [প্রতিটি কাজই চিত্রের চিহ্নিত স্থান দ্বারা দেখানো হয়েছে]
ধন্যবাদ, আজ এ পর্যন্তই।
আগামী টিউনে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি এই সাইটে নতুন তাই সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি আপনাদের সাথে আমার শিখা ভাল টিউনগুলো শেয়ার করতে পারি।
টিউনটি বুঝতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন:-
টিউনটি পূর্বে প্রকাশিত এখানে
আমি রাহিন আহমদ। Founder & Tutor, MR IT Solutions BD, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। প্রযুক্তি সম্পর্কে নিজে যতটুকু জানি তা অন্যদের মধ্যে শেয়ার করতে এবং নতুন কিছু শিখতে ভাল লাগে।
ভালো হইছে ভাই, এই অপশনটার ব্যাপারে জানা ছিল না, আপনার মাধ্যমে জানলাম, এবার এটার ব্যবহার করতে পারব, এই রকম আনকমন কিছু থাকলে শেয়ারে কইরেন, ধন্যবাদ।