ভালো আছেন নিশ্চয় সবাই। ভালো থাকুন, সেই কামনা সব সময়। আজ নিয়ে এলাম bKash এর Distribution ব্যাবসার যাবতীয় হিসাব নিকাশের জন্য আমার প্রস্তুতকৃত Excel File, যার মাধ্যমে আমার আপনার পরিচিত bKash Distributor ভাই দের কাজে লাগতে পারে।
কয়েক দিন সময় নিয়ে, কত রকম হিসাব করে, ভালো মন্দ বিচার করে (যদিও নিজের বিচার বিবেচনা বোধ খুবই অপ্রতুল) একটি File তৈরি করলাম, তাই আপনাদেরকে আমার একটু বলতে চাওয়া- খারাপ বা ভুল হলে গালি দিবেন না, ধরিয়ে দিবেন- সমাধান আছে।
এক নজরে এই File এ যা পাওয়া যাবেঃ
আপনাকে Posting দিতে হবেঃ
এখান থেকে File টি সংগ্রহে রাখতে পারেন। মাত্র 81 KB.
আগের একটি পোস্টঃ bKash Agent দের জন্যঃ (Updated)প্রিয় বিকাশ Agent ব্যবসায়ী ভাইদের জন্য যাবতীয় হিসাব রাখার একটি Excel File.
ধন্যবাদ -এতক্ষন সাথে থাকার জন্য। পরবর্তী কথা হবে টিউমেন্টে, অপেক্ষায় রইলাম।
আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওকে।