এমন কি চান যে Excel Sheet এর কিছু Cell কাউকে Edit করতে দিবেন না? নিয়ে নিন সমাধান Password Protection সহ।

এমনও অনেক সময় হয় যে আপনার Excel Sheet এর কিছু কিছু Cell বা ঘর- অন্য কেউ আপনার Permission ছাড়া অযথা Edit করুক, তা আপনি চান না। এক্ষেত্রে ও আগের মতই আপনি যদি Office এর একজন বড় Boss হন, তবে আর কি কথা থাকে?  Tips টি Screenshot অনুযায়ী খেয়াল করুন, আবারো চমকাতে থাকুন নিজেকে।

আগের টিউন টি প্রয়োজন মনে করে কেউ Miss করে থাকলে দেখুন ঐ যে...Excel এর Formula কারো সাথে Share করতে চাচ্ছেন না? নিয়ে নিন সমাধান Protection সহ।

প্রথমে Excel Sheet টি Open করুন, All Select করতে Ctrl+A চাপুন। Ctrl+Shift+F চাপুন, Format Cells  নামে নতুন একটি Window আসবে।  Format Cells এ গিয়ে "Protection" tab এ Click করুন। দেখবেন সেখানে "Locked"-√ অবস্থায় আছে এবং "Hidden"-  অবস্থায় আছে. "Locked" এ - দিয়ে OK করে বের হয়ে আসুন।

এবার যে যে Cell বা Column এ আপনি Edit Permission দিতে চান না, সেটি বা সেইগুলি Cell  Select করুন। Ctrl+Shift+F চাপুন, Format Cells এ গিয়ে "Protection" tab এ Locked টি √ দিয়ে OK করে বের হয়ে আসুন। Hide করতে চাইলে Hidden এ √ দিয়ে OK করে বের হয়ে আসুন।

এখানে আমি B1, B2, B3 এবং E1, E2, E3 Cell Lock+Hide করেছি। Screenshot দেখুনঃ

এবার Excel Home  এর "Review" tab এ গিয়ে "Protect Sheet" Click করুন, নতুন একটি Window আসবে।Password দিন, Proceeding Password দিন, OK করে বের হয়ে আসুন, Save করুন। দেখুন হয়ে গেছে, যা চেয়েছিলেন।

""ধন্যবাদ --সামনে আসছি Excel এর মেগা টিউন নিয়ে। ""

কারো উপকারে লাগলে জানাতে ভুলে যান বুঝি? দয়া করে মন্তব্য করেন। Inspired হই। ভালো লাগলে ভালোবাসবেন, ভালো না লাগলে ও ভালো থাকবেন সব্বাই।

Level 0

আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good job.

ঠিক হচ্ছে না কেন ঠিক বুঝলাম না। আপনার স্ক্রিনসট ও লিখা অনুযায়ী কাজ করলাম তবুও হলো না।

    @Md. Nur Hossain: কেন ঠিক ভাবে পারছেন না? আমি বোধহয় বোঝাতে পারছিনা।

Level 0

ভাই আমার একটু সাহায্য দরকার, আমি এক্সেল এর মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করলে ষ্টক এর ঘর থেকে মাল কমবে আর বাড়বে দেখাতে চাই কিভাবে করব তা দয়া করে জানাবেন ।

Level 0

এক্সেল-এর কোন ফাইল থেকে কপি করতে না দেয়ার কোন পদ্ধতি আছে কি? জানাবেন প্লিজ।