বেসিক মাইক্রোসফট এক্সেল [পর্ব-০৫] :: মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ বের করা হয় কিভাবে ?

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ৫ম টিউন, আজকে আমি আমার মাইক্রোসফট অফিস এক্সেলের ধারাবাহিক পর্বের ৫ম পর্ব আপনাদের মাজে শেয়ার করলাম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ বের করা যায় কিভাবে, তা নিয়ে আলোচনা করব।

মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ দুইভাবে বের করা যায় একটি হচ্ছে সাধারন সুদ অন্যটি হচ্ছে চক্রবৃদ্ধির সুদ, আজকে আপনাদেরকে দুইভাবেই দেখাব তবে চলুন শুরু করা যাক-

সাধারন সুদঃ

সাধারন ভাবে ব্যাংক সুদ বের করার জন্য প্রথমে একাউন্ট নাম্বার, নাম, টাকার পরিমান, সুদ কি হার এবং কত বছরের জন্য তা লিখতে হবে। তারপর F2 সেলে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করলেই ব্যাংক সুদ বের হয়ে যাবে।

সুত্রঃ =a2*b2*c2

এখানে F2 সেলে নির্দিষ্ট বছরের জন্য কত সুদ হবে তা বের হবে, তা কপি করে সকল সুদের সেলে পেস্ট করলে সকলের সুদ বের হবে।

চক্রবৃদ্ধির সুদঃ

চক্রবৃদ্ধির সুদের জন্যও একইভাবে সবকিছু লিখে B4 সেলে কারসার রেখে সেলে সূত্র প্রয়োগ করতে হবে।

সুত্রঃ =B1*(1+B2)^B3-B1

এখানে B4 সেলে নির্দিষ্ট বছরের জন্য কত সুদ হবে তা বের হয়ে যাবে। এভাবেই আমরা নাম, টাকার পরিমান, সুদ কি হার এবং কত বছরের জন্য হবে তা পরিবর্তন করে ব্যাংক সুদ বের করার চেষ্টা করব।

আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি রিয়াদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ রিয়াদ হাসান, পেশায় একজন ছাত্র। সবসময় শিখতে ভালবাসি। তাই নতুন কিছু শেখার আশায় থাকি। এবং নিজে যা শিখি, অন্যদেরকে তা শেখাতে ভালবাসি। ওয়েব ডিজাইনের কাজ আমার খুব ভাল লাগে। ফেসবুকে আমি https://www.facebook.com/riadhasan123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান,
সুত্রের বিস্তারিত বর্ণনা দিলে বুঝতে সহজ হত। কারন, সুত্র মুখস্থ করলে মনে থাকে না।

এখানেই দেওয়া আছে। আর না বুজে থাকলে আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে কিছু দিনের ভিতরেই ভিডিও টিউটোরিয়াল করব আশা করি বিস্তারিত দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে

Level 0

রেজাল্ট দিন অংকের, প্লীজ

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    ধন্যবাদ “চেইন টিউন” হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য।

কাজের পোষ্ট ভাই চালিয়ে জান

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।