বেসিক মাইক্রোসফট এক্সেল [পর্ব-০৪] :: মাইক্রোসফট এক্সেলে শ্রমিকের মজুরি নির্ণয় করা হয় কিভাবে ? (দৈনিক)

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ৪র্থ টিউনে, আজকে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের ধারাবাহিক পর্বের ৪র্থ পর্ব আপনাদের মাজে শেয়ার করলাম।

মনে করি একটি কোম্পানী শ্রমিকের মজুরী প্রদান করে। প্রতিদিন ৮ ঘণ্টা বা তার কম সময়ের জন্য সে পাবে ২৫ টাকা এবং ৮ ঘণ্টার অতিরিক্ত (ওভার টাইম) প্রতি ঘণ্টার জন্য সে পাবে ৩০ টাকা। অর্থাৎ কেউ যদি ১২ ঘণ্টা কাজ করে তাহলে সে পাবে (২৫*৮+৩০*৪)=৩২০ টাকা।

শ্রমিকের মজুরি নির্ণয়য়ের জন্য প্রথমে যা করতে হবে তা হল শ্রমিকের নাম্বার, নাম, মোট শ্রম ঘণ্টা লিখে ওভার টাইম এর সেলে বা d2 সেলে কারসর পয়েন্টার রেখে  এর সূত্র প্রয়োগ করলে Over Time কত ঘণ্টা তা বের হবে, তারপর এটা কপি করে সকল Over Time এর সেলে pest করলে সকল শ্রমিকের Over Time বের হয়ে আসবে। সূত্রটি হলঃ

সূত্রঃ =IF(C2>8,C2-8,0)

তারপর শ্রমিকের মোট মজুরি বা টোটাল টাকা বের করার জন্য টোটাল টাকা  বা d2 সেলে কারসর পয়েন্টার রেখে Total Takar সূত্রটি প্রয়োগ করলে Total Taka বের হয়ে আসবে তারপর এটা কপি করে সকল টাকার সেলে pest করলে সকল শ্রমিকের Total টাকা বের হয়ে আসবে। সূত্রটি হলঃ

সূত্রঃ =IF(C2>0,D2*30+8*25,C2*25)

আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি রিয়াদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ রিয়াদ হাসান, পেশায় একজন ছাত্র। সবসময় শিখতে ভালবাসি। তাই নতুন কিছু শেখার আশায় থাকি। এবং নিজে যা শিখি, অন্যদেরকে তা শেখাতে ভালবাসি। ওয়েব ডিজাইনের কাজ আমার খুব ভাল লাগে। ফেসবুকে আমি https://www.facebook.com/riadhasan123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস