সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ৩য় টিউন আজকে আমরা জানব কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে বিক্রয়কর্মীর কমিশন নির্ণয় করা যায়। এ জন্য প্রথমে নিচের মত করে ক্রমিক নং, বিক্রয় প্রতিনিধির নাম, বিক্রয়ের পরিমান লিখতে হবে।
তারপর কমিশন নির্ণয়ের জন্য সূত্র প্রয়োগ করতে হবে। এখানে উদাহারনস্বরূপ বলা হয়েছে যে যদি বিক্রয়কর্মী যদি প্রতিদিন ২০ হাজার বা তার কম বিক্রয় করলে সে পাবে ২% যদি ২০ হাজার বা তার বেশি বিক্রয় করলে সে পাবে ৩% আর যদি ৩০ হাজার বা তার বেশি বিক্রয় করলে সে পাবে ৪% করে। এখন আমাদের d2 সেলে সুত্র প্রয়োগ করতে হবে।
সুত্রঃ =IF(C2<=20000,C2*2%,IF(C2>=20000,C2*3%,IF(C2>=30000,C2*4%)))
এবং সেখানে বা d2 সেলে তার কমিশন কত তা আসবে, তারপর তা কপি করে সকল বিক্রয়কর্মীর কমিশনের সেলে পেস্ট করলে সকলের কমিশন বের হয়ে আসবে।
টিউনটি মনযোগ দিয়ে পড়ার জন্য ও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন এবং সেখানে বা d2 সেলে তার কমিশন কত তা আসবে, তারপর তা কপি করে সকল বিক্রয়কর্মীর কমিশনের সেলে পেস্ট করলে সকলের কমিশন বের হয়ে আসবে।
টিউনটি মনযোগ দিয়ে পড়ার জন্য ও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন
টিউনটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছিল।
আমি রিয়াদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ রিয়াদ হাসান, পেশায় একজন ছাত্র। সবসময় শিখতে ভালবাসি। তাই নতুন কিছু শেখার আশায় থাকি। এবং নিজে যা শিখি, অন্যদেরকে তা শেখাতে ভালবাসি। ওয়েব ডিজাইনের কাজ আমার খুব ভাল লাগে। ফেসবুকে আমি https://www.facebook.com/riadhasan123
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এই টিউন টির জন্য