এক্সেল প্রজেক্ট- ০১: অফলাইন আইপিও ফরম জেনারেটর (এক্সেল)- সম্পূর্ন ফ্রি, অন্যের কাছ থেকে আপনার এ্যাকাউন্টের তথ্য নিরাপদ রাখুন।

বিসমিল্লাহির রহমানির রাহিম

সর্ব প্রথম আপনারা আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে ও নিত্য নতুন প্রযুক্তির আগমনে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ্ তায়ালার দয়া ও আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।

আজ আমি যে বিষয়ে পোষ্ট করছি তা এর আগেও অনেক হয়েছে। কিন্তু আমি একটু ভিন্ন ভাবে পোষ্টটি করছি।আমি যে এক্সেল ফাইলটি আপনাদের দিব তা সম্পূর্ন আমি নিজে তৈরি করেছি। আপনাদের শুধু ফাইলটি ডাউনলোড করে ইউজ করতে হবে।

যে কারণে আপনি এই ফাইলটি ব্যবহার করবেনঃ

  •  যারা এক্সেলে একেবারে নতুন তারাও এটি ব্যবহার করতে পারবে। শুধু মাত্র টেক্সট লিখতে পারলে হবে।
  • ফাইলটি সম্পূর্ন ফ্রি। ৬ মাস বা ১ বছর পর আপনার কাছে কোন টাকা চাইবো না।
  • আপনার এ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকবে না। এটা ১০০% নিরাপদ।
  • একবারে ১০০ টি ফরম মাত্র কয়েক সেকেন্ডে পূরণ করতে পারবেন।
  • ব্যবহারযোগ্য সহজ ইন্টারফেস।
  • এক্সেলের যে কোন ভার্সনে ব্যবহারযোগ্য।

যেভাবে ব্যবহার করবেনঃ

সর্বপ্রথম যা করতে হবে (শুধু মাত্র একবার )-

  • ডাউনলোডের পর RAR ফাইলটি Winrar দিয়ে Extract করে ওপেন করার পর আপনাকে প্রতিটি আইপিও ফরমের এ্যাকাউন্ট নাম্বারের বক্সে যেখানে 0 টাইপ করা আছে সেখানে আপনার বিও এ্যাকাউন্টের নাম্বার টাইপ করুন।
  • এরপর ফরমের মধ্যে যেখানে "Write Here" লেখা আছে সেখানে "Write Here" এর পরিবর্তে আপনার এ্যাকাউন্টের তথ্য দিতে হবে। মনে রাখবেন "Write Here" লেখা ছাড়া অন্য কোন লেখা যেন ডিলেট না হয়।

নতুন কোম্পানির ফরম তৈরি-

সবগুলো এ্যাকাউন্টের তথ্য পূরণ করার পর আপনি ফাইলের প্রথমে ডানদিকে যে ফরম ইনপুট ফিল্ড আছে সেখানে নতুন কোম্পানির তথ্য পূরন করুন। ব্যাস! তৈরি হয়ে গেলো আপনার আইপিও ফরম।

প্রিন্ট-

এখন আপনি চাইলে ফরম গুলো এখান থেকেও প্রিন্ট করতে পারেন। অথবা DoPDF সফ্টওয়্যার দিয়ে এক্সেল ফাইলকে পিডিএফ বানিয়েও প্রিন্ট করতে পারেন।

ডাউনলোড জোনঃ

  1. অফলাইন আইপিও ফরম জেনারেটর - ডাউনলোড (1.22MB)

অানুসাঙ্গিক  ডাউনলোডঃ

  1. RAR ফাইল Extract করার জন্য, Winrar - ডাউনলোড (1.41MB)
  2. পিডিএফ তৈরি করার জন্য, DoPDF - ডাউনলোড (3.72MB)

কেমন লাগলো জানাতে ভুলবেন না।

ফেসবুকে আমি- এখানে

Level 0

আমি Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করে দেখি কেমন @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ:ভাই আপনি কমেন্টস করেছেন দেখে ‍খুবই ভাল লাগলো। ধন্যবাদ কমেন্ট এর জন্য।
    ও আর একটা কথা, আপনার টিউনগুলো খুবই ভাল হয়।

ভাই আইপিও ফরম কি? এর বিস্তারিত আগে বলেন। অনেকে এই নিয়ে বেশ লেখালেখি করেন। আসল কথা কেউ বলছে না। জিনিসটা কি সেটা আগে বুঝান।

ভাই আইপিও ফরম কি? এর বিস্তারিত আগে বলেন। অনেকে এই নিয়ে বেশ লেখালেখি করেন। আসল কথা কেউ বলছে না। জিনিসটা কি সেটা আগে বুঝান।

সম্পূর্ণ একমত জ্ঞাপন করছি আল শাহরিয়াত করিম এর সাথে। আইপিও এর ব্যাপারে বিস্তারিত আলোচনা হউক আগে। তারপর না হয় ফরম নিয়ে ভাবা যাবে।

    @ছালাউদ্দিন মজুমদার (মাসুদ): দেরিতে উত্তরা দেওয়ার জন্য দুঃখিত। নিচের লিংক গুলো হয়তো আপনার আইপিও সম্মন্ধে ধারনা আরো পরিস্কার করবে।
    https://www.techtunes.io/how-to/tune-id/85409
    https://www.techtunes.io/internet/tune-id/252281
    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

ভাল লাগলো ভাই…………

    @রুহুল আমিন: আপনাকেও ধন্যবাদ।

    @রুহুল আমিন: ভাল লাগলেই ভাল। ভাল থাকবেন।

Level 0

thanks a looot

    @Magichian: আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

Thanks for your share

Thanks to you

Via, income tax form purun korar kono excel file ache

Vai akta form amay mail korun. dekhi toiri korte pari ki na.