আসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আজকে আমি মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন এর ৯ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক..........
আজকে আমরা শিখব কিভাবে চার্ট তৈরী করতে হয়।
Chart: যেকোন রিপোর্টের তথ্য তুলে ধরার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে চার্ট। চার্টের মাধ্যমে যে কোন রিপোর্টের বিশ্লেষন কর যায়।সাধারনত চার্ট সংক্ষিপ্ত ধারনা দেয় এবং তথ্য বিশ্লেষন করতে ও সহজে বুঝতে সাহায্য করে।
বিভিন্ন ধরনের Chart রয়েছে। যথা:-
মনে করি একটি জরিপ করা হয়েছিল যে, কোন ব্রাউজারের জনপ্রিয়তা বেশী। ধরুন Mozilla Firefox পেয়েছে 45% ভোট, Google Chrome পেয়েছে 40% ভোট, Internet Explorer পেয়েছে 15% ভোট।
এবার নিম্নের মত করে একটি ডাটাবেজ তৈরী করুন:-
এবার ডাটাগুলোকে সিলেক্ট করে Insert>Pie>3D Pie এ ক্লিক করুন।
এবার দেখুন তো এরকম একটি চার্ট তৈরী হয়েছে কিনা !
কি পানির মত সহজ না কাজ টা! এবার Design>Change Chart Type এ গিয়ে একটি একটি করে সবগুলো চার্ট দেখুন তো কেমন লাগে।আর যেটা আপনার কাছে সুন্দর লাগে ঐটা রেখে দিন।আর হ্যা Chart Type পরিবর্তন করতে হলে অবশ্যই Chart টা সিলেক্ট থাকতে হবে, তা নাহলে Design মেনুটা আসবে না।
Chart লেআউট পরিবর্তন করা: Chart এর বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, Chart লেআউট পরিবর্তন হলে Design>Chart Layouts এ যেতে হবে।
Chart Style পরিবর্তন করা: Chart এর স্টাইল পরিবর্তন করতে হলে Design>Chart Style এ যেতে হবে।
দেখুন তো এ চার্ট লেআউট টা কেমন লাগে!
Practice Make a man perfect , চর্চা করতে থাকেন তাহলে দেখবেন যেগুলোর বর্ননা দেই নাই সেগুলো ও পারতাছেন।
আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, টেকটিউনসের সাথে থাকবেন এই কামনা করি।
আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আবার ও চমকিত হলাম।আমি আপনার সাথেই হাটছি।অনেক ধন্যবাদ।