মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [৪র্থ-ক্লাস] :: ডাটা সংক্রান্ত কমান্ড

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসালামু আলাইকুম ।কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন। আলহামদুল্লিাহ  আমি ও ভাল আছি।আজকে আমি ধারাবাহিক পর্বের চতুর্থ পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক………………..

ডাটা সংক্রান্ত কমান্ড

Data:

ডাটা বা উপাত্ত হচ্ছে একই ধরনের Information বা তথ্য । যেমন প্রতেক্যটি বায়োডাটা একটি করে ডাটা। তবে এক্ষেত্রে সকল ডাটাগুলি একই ধরনের হয় বা একটি নির্দিষ্ট ফরম্যাট মেনে চলে।

Database:

অনেকগুলো ডাটা সম্বলিত একটি উপাত্ত বা টেবিলকেই ডাটাবেজ বলে। যেমন বিভিন্ন মানুষের নাম ও টেলিফোন নাম্বার যুক্ত যে টেলিফোন ইন্ডেক্সটি আপনি ব্যবহার করছেন, সেটিও একটি ডাটাবেজ।

Field:

একটি ডাটাবেজ বা ওয়ার্কশীটের প্রতিটি কলামই একটি ফিল্ড। যেমন বায়োডাটা সংযুক্ত একটি ডাটাবেজে  First Name Column এ অনেক ব্যক্তির First Name লেখা থাকে, এখানে First Name  হচ্ছে একটি ফিল্ড।

Record:

ডাটাবেজ বা ওয়ার্কশীট এর প্রত্যেকটি রো বা সারিকে Record বলে।

এখন নিচের মত করে একটি ডাটাবেজ তৈরী করি।

উপরের চিত্রে থেয়াল করে দেখুন B এবং C কলাম এর প্রস্থতা একটু বেশি এবং 1 নং রো এর উচ্চতা একটু বেশি। এখন আমরা দেখব কিভাবে কলাম এবং রো এর প্রস্থতা এবং উচ্চতা কম বেশি করা যায়।

কলামের প্রস্থতা বৃদ্ধি ও হ্রাস করা:

কলামের পাশে কার্সর  নিলে দেখবেন একটি উভমুখী তীর চিহৃ দেখা যাচ্ছে তখন ঐ উভমুখী তীর চিহৃকে ড্রাগ করে ডানে বামে নিলে দেখবেন কলাম এর প্রস্থতা হ্রাস বৃদ্ধি পাচ্ছে।

রো এর উচ্চতা হ্রাস বৃদ্ধি করা:

রো এর পাশে কার্সর  নিলে দেখবেন একটি উভমুখী তীর চিহৃ দেখা যাচ্ছে তখন ঐ উভমুখী তীর চিহৃকে ড্রাগ করে ডানে বামে নিলে দেখবেন রো এর উচ্চতা হ্রাস বৃদ্ধি পাচ্ছে।

কলাম ইনসার্ট ও ডিলেট করা:

অনেক সময় দুটি কলামের মাঝখানে নুতন আরেকটি কলাম ইনসার্ট করার প্রয়োজন পড়তে পারে বা যেকোন একটি কলাম ডিলেট দেয়ার প্রয়োজন পড়তে পারে । যে কলামের পাশে কলাম ইনসার্ট করবেন ঐ কলামের উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করুন দেখবেন একটি পপ আপ মেনু আসবে । ঐ খান থেকে Insert  এ  ক্লিক করলে দেখবেন নতুন একটি কলাম চলে আসবে। আর যদি ডিলেট দিতে চান তাহলে ডিলেট এ ক্লিক করতে হবে।

রো ইনসার্ট করা ও ডিলেট করা:

কলামের মত ঠিক একই নিয়মে রো ইনসার্ট ও ডিলেট করতে পারবেন।

Auto Sum:

এখন আমরা Total Salary বের করব । না আজ কোন সূত্র লেখে আমরা ফলাফল বের করব না। আজ আমরা Auto Sum এর মাধ্যমে Total Salary বের করব। Auto Sum এর মাধ্যমে যোগফল, মিনিমাম সংখ্যা,মেক্সিমাম সংখ্যা, গড় ইত্যাদি খুব সহজে বের করা যায় , কোন সূত্র টাইপ না করে!!!!!!!!!!!

তাহলে চলুন আমরা Auto Sum এর মাধ্যমে Total Salary বের করি:

E11 সেলে ক্লিক করুন তারপর Auto Sum এর ড্রপ আপ মেনু থেকে এ Sum ক্লিক করুন । তারপর এন্টার চাপুন, ব্যস কাজ শেষ!!! দেখেন ফলাফল  চলে এসেছে। ঠিক একই নিয়মে  মিনিমাম সংখ্যা,মেক্সিমাম সংখ্যা, গড় ইত্যাদি ও বের করা যাবে।

Database Sort:

মনে করুন একটি কোম্পানিতে হাজার জন কর্মকর্তা, কর্মচারী আছে। এখন যদি আপনাকে বলা নির্দিষ্ট কয়েকজনের নাম বের করতে তাহলে খুঁজে বের করা টা কঠিন কাজ। কিন্তু যদি নামগুলো ডিকশনারির মত অক্ষর অনুসারে সাজানো থাকে তবে কাজটি অনেক সহজ তাই না!!!

বড় ডাটাবেজের ক্ষেত্রে এভাবে সাজানোর কাজটিকে Data Sorting বলে। সাধারনত দুইভাবে ডাটাসর্টিং করা হয়, একটি হচ্ছে Ascending Order বা উচ্চক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় , যেমন: ১ থেকে ১০০ বা A থেকে Z । অপরটি হচ্ছে Descending Order বা নিম্নক্রম অনুসারে অর্থাৎ বড় থেকে ছোট, যেমন:- ১০০ থেকে ১ বা Z থেকে A ।

Ascending Order সর্টিং:

সবগুলো ডাটাকে সিলেক্ট করে Sort A to Z এ ক্লিক করুন, তাহলে দেখবেন Ascending Order এ সর্টিং হয়ে গেছে।

Descending Order সর্টিং:

সবগুলো ডাটাকে সিলেক্ট করে Sort Z to A এ ক্লিক করুন, তাহলে দেখবেন Descending Order এ সর্টিং হয়ে গেছে।

Data Filter:

ডাটাবেজের সমস্ত রেকর্ড থেকে নির্দিষ্ট কোন শর্তের ভিত্তিতে বেছে বের করাই হচ্ছে ডাটা ফিণ্টার । মনে করি সমস্ত ডাটাবেজ খেকে শুধুমাত্র Instructor দের রেকর্ড বের করব।তাহলে Designation এ মাউস পয়েন্টার রেখে Filter এ ক্লিক করুন ।তাহলে দেখবেন Designation এর পাশে একটি ড্রপ ডাউন মেনু চলে আসছে। ঐ খান থেকে Select all আনচেক করে শুধুমাত্র Instructor সিলেক্ট করুন । তাহলে দেখবেন শুধুমাত্র Instructor এর ডাটাবেজ দেখা যাচ্ছে।

আজ এ পর্যন্ত ভূল ত্রুটি হলে অভিজ্ঞরা ধরিয়ে দিবেন  । সবার মতামত আশা করি।

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হচ্ছে চালিয়ে যান @ আজাদ খাঁন রাসেল

ধন্যবাদ, ইনশাআল্লাহ চালিয়ে যাব @হোছাইন আহম্মদ

Level 2

ভাল হয়েছে, আরো টিউন চাই। আপনার fb আইডিটা দিতেন । তাহলে পরবতিতে টেকটিউনে নিয়মিত না পেলেও ফেসবুকে যোগাযোগ করতাম।

ধন্যবাদ আপনাকে, পেয়ে যাবেন ফেইসবুক আইডি @mahmudkoli

অসংখ্য অসংখ্য ধন্যবাদ . বিগত ৩ পর্বে আমি পাশ করেছি দেখি পরের পর্বগুলো পাস করতে পারি কিনা ।

আমি প্রথম পর্বে একটি কমেন্ট করেছিলাম ওয়ার্কসীটের কলাম, রো এবং সেল সর্ম্পকিত যে ভুলটি হয়েছিল আপনার তা নিয়ে। কিন্তু অবাক বিষয় আপনি ভুলটি ঠিক করেছেন ঠিকই কিন্তু আমার কমেন্টটি নেই। হয়তো মুছে দিয়েছেন। এভাবে মুছে দিয়ে আপনি কিন্তু কৃতজ্ঞতাটুকু অস্বীকার করলেন। তাহলে তো কোন ভুল হলে আপনি যে সংশোধন চান তা আর করা যাবেনা। আপনি কিন্তু আবারও ভুল করবেন। এটা আমি নিশ্চিত।

আপনি অনেক জটিল ভাবে শেখাচ্ছেন। আরো অনেক সহজ পদ্ধতি আছে। পাশাপাশি সেগুলোও বলুন, ফর্মুলার ক্ষেত্রে সবার কাছে বুঝতে একদম সহজ হয়ে যাবে। আপনার চেষ্টা ভালো। আশা করি বুঝতে পেরেছেন।

    @যাযাবর: ভাই, উনিতো লেখা বন্ধ কইরা দিলো। আপনে তো অনেক সহজ পদ্ধতি জানেন। এইবার আপনে লেখেন।

১ম পর্বের ১৪ নাম্বার কমেন্ট দেখেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করুছ কিনা!!!! নিজেকে আপনি তো মহা পন্ডিত ভাবতাছেন একটি ভূল ধরে। ভূল হওয়া টা স্বাভাবিক । তা আপনি যখন এত মহা পন্ডিত তাহলে আপনিই এর উপর টিউন দেন।।।
আমার টিউন এখানে সমাপ্ত করলাম ।

ভাই সাধ্যমত চেষ্টা করতেছি সহজ ভাবে লেখার । এর চেয়ে সহজ পদ্ধতি আমার জানা নাই । আপনার জানা থাকলে আপনি এর উপর টিউন করেন , তাহলে সবাই উপকৃত হবে।

ধন্যবাদ @rubel

Level 0

কোন কিছু শিক্ষা দেওয়ার অনেক গুলো পদ্ধতি থাকতে পারে।এক কেজনের কাছে একটা সিস্টেম সহজ মনে হতে পারে।ভাই,আপনি এভাবেই চালিয়ে যান।আমার মনে হয় সবাই বুঝতে পারবে।আমি আছি আপনার সাথে।ধন্যবাদ।

আমি প্রতিনিয়ত আপনার কাছ থেকে শিখছি । ধন্যবাদ

ধন্যবাদ @udoy, alihasan045

এইডা কিছু হইল @আজাদ খাঁন রাসেল গুরু। এখন আমার এক্সেল শিখার কি হবে?

গুরু আপনার উপর ভরসা করে এক্সেল শুরু করছি। এখন যদি সমালোচক দের চুল-ছেরা বিশ্লেষণ এর জন্য ‘এক্সেল মূর্খ’, দের নিরাশ করেন… তাইলে ক্যামনে মাইনা লয়ন যায়…। মানতে পারতাছি না…।

আপনার পরবর্তী লেকচার(tune) এর জন্য অপেক্ষায় আছি। আশা করি নিরাশ করবেন না।

ভাই তোমদের কথা চিন্তা করে আবার টিউন করা শুরু করলাম @:sajal007007

কেউ শিখতে পারলেই আমার টিউন সার্থক @Alihasan

Level New

অনেক অনেক সুন্দর টিউন হয়েছে।

অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ।

তোমাকে ও অনেক অনেক অনেক ধন্যবাদ…………. @:Sajal007007

Level 0

thanks man for your wonderful tune.

you are most welcome @mdshakirul

Level 0

দারুন হচ্চে ভাই ……….
আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য @absar11

এগিয়ে যান, পাশে আছি আর দোয়া রইলো

ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য @ aminur_rosul